বিশ্বনাথে দশঘর ইউপি নির্বাচন :ভোটারের উপস্থিত ছিল নজর কাড়ার মত


মো. আবুল কাশেম, বিশ্বনাথ :: দীর্ঘ ১৭ বছর পর সিলেটের বিশ্বনাথে আজ বৃহস্পতিবার দশঘর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ১০টি ভোট কেন্দ্রে সকাল ৯টায় ভোট গ্রহন শুরু হয়ে বিকেল ৫টায় শেষ হয়।ভোট কেন্দ্র গুলোতে ভোটারের উপস্থিত ছিল নজর কাড়ার মত। বিশেষ করে নারী ভোটারের উপস্থিতি ছিল সবচেয়ে বেশী। দু’একটি ভোট কেন্দ্রে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর পক্ষে দলের নেতাকর্মী বিশৃঙ্খলা করার চেষ্ঠা করলে পুলিশ তাৎক্ষনিকভাবে ভোট কেন্দ্রের সুষ্ঠ পরিবেশ ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে।এরির্পোট লেখা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছিল। ইউনিয়নের ১৪ হাজার ১১৮ জন (পুরুষ ৭২০৯ ও মহিলা ৬৯০৯ জন) ভোটার নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন আগামী দিনের উন্নয়নের কান্ডারী হিসেবে। সৎ, যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন এমন চিন্তা-ভাবনা নিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে জানান ভোটারেরা। চেয়ারম্যান পদে প্রতিদন্ধিতা করেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জবেদুর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ছাত্রদল নেতা মো. এমাদ উদ্দিন খান, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী হিসেবে উপজেলা জাতীয় পার্টির যুগ্ম-আহবায়ক হাজী মো. আব্দুল মান্নান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে যুক্তরাজ্য প্রবাসী (আওয়ামী লীগের বিদ্রোহী) সমছু মিয়া লয়লুছ, দশঘর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক (বিএনপির বিদ্রোহী) আবুল হোসেন।