মালিগাছায় নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: পাবনা সদর উপজেলার মালিগাছা ই্উনিয়ন বিট পুলিশিং কর্তৃক আয়োজিত দেশব্যাপী নারী ধর্ষন ও নির্যাতন বিরোধী পুলিশিং সমাবেশ অনুষ্ঠানের কর্মসূচি হিসেবে গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় মালিগাছা ওয়েস্টার্ন ইন্টারন্যাশনাল স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন, স্থানীয় মালিগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শরীফ।
পাবনা সদর থানার এস আই মোহাই মিলনের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস্ ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশন পাবনা জেলা কমিটির সভাপতি সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা আবদুল জব্বার, সৈয়দ ফজলুর রহমান ও মমতাজ বেগম দুঃস্থ ও কল্যান ট্রাস্টের পরিচালক বিশিষ্ট সমাজ সেবক সৈয়দ মোনতাজ আলী, মালিগাছাা ইউনিয়ন আওমীলীগের সাধারণ সম্পাদক আবদুল করিম, বিশিষ্ট ব্যবসায়ী হায়তুল্লাহ মল্লিক, স্থানীয় আওামীলীগ নেতা আলহাজ আবুল হোসেন, ইউপি সদস্য ইকরাম হোসেন, মহিলা আওমালীগ নেত্রী লতিফা আক্তার রীতা, সাবেক ছাত্রলীগ নেতা মনিরুল ইসলাম মনি, ইউপি সদস্য আমেনা খাতুন প্রমূখ।
বক্তাগণ নারী ধর্ষণ ও নির্যাতনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার উপর গুরুত্বারোপ করে অবিভাকদের সচেতন হওয়ার আহব্বান জানান। এ ছাড়াও বক্তাগণ স্থানীয় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আহব্বান জানান।