মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ আসন্ন মৌলভীবাজার জেলা পরিষদের উপ নির্বাচনে চেয়ারম্যান পদে দুইজন ও সদস্য পদে ১জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। গত বুধবার বিকেল ৩টায় মৌলভীবাজার জেলা রিটার্নিং কর্মকর্তার
কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মৌলবীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান নেতা কর্মীদেও সাথে নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন। অপরদিকে বিকেল সাড়ে ৪টার দিকে স্বতন্ত্র প্রার্থী এম এ রহিম শহিদ (সিআইপি) মনোনয়নপত্র দাখিল করেন। এছাড়াও জেলা পরিষদের ৬নং ওয়ার্ডের উপ নির্বাচনে সদস্য পদে মাহবুবুর রহমান মনোনয়নপত্র দাখিল করেছেন।
উলে-খ্য- গত ১৫ সেপ্টেম্বর মৌলভীবাজার জেলা পরিষদ উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ১৬ সেপ্টেম্বর থেকে মনোনয়নপত্র ক্রয়। মনোনয়নপত্র ক্রয় ও জমা দানের শেষ তারিখ ছিল ২৩ সেপ্টেম্বর । বাছাইয়ের তারিখ আগামী ২৬সেপ্টেম্বর ও প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৩ অক্টোবর নির্ধারন রয়েছে। উপ-নির্বাচনে
রিটার্নিং কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করবেন মৌলভীবাজার জেলা নির্বাচন কমকর্তা মো. আলমগীর হোসেন।