রাজশাহীর চারঘাট উপজেলায় ৯ হাজার ৩১৫ পিস ইয়াবা বড়িসহ মা-মেয়ে ও এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আটককৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ২৮ লাখ টাকা। এছাড়াও নগদ ২৪ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হলেন,কক্সবাজার জেলার পশ্চিম সিকদারপাড়া হিলা টেকনাফ এলাকার ওমর আলীর ছেলে সৈয়দ আলম (৩৯) এবং রাজশাহীর চারঘাট উপজেলার বড়বাড়িয়া উত্তর পাড়া এলাকায় সিদ্দিকের স্ত্রী চান বানু (৪২) ও তার মেয়ে সম্পা খাতুন (২০)। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। র্যাব জানায়,রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এটিএম মাইনুল ইসলামের নেতৃত্বে চারঘাট উপজেলার বড়বাড়িয়া এলাকার সিদ্দিকের বাড়িতে অভিযান চালিয়ে ঘরের মধ্যে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৯ হাজার ৩১৫ পিস ইয়াবা উদ্ধার করে ও মাদক ব্যবসায়ী সৈয়দ আলম, চান বানু ও তার মেয়ে সম্পাকে আটক করে। তবে শীর্ষ মাদক ব্যবসায়ী সিদ্দিক জানাালা দিয়ে পালিয়ে যাওয়াই তাকে আটক করা সম্ভব হয়নি। এ সময় ২৩ হাজার টাকা উদ্ধার করা হয়। গতদকাল বুধবার দুপুরে র্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইয়াবা গুলো কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদক ব্যবসায়ী সৈয়দ আলম ও অপর একজন চারঘাটের বডবাড়িয়া এলাকার সিদ্দিকের বাড়িতে নিয়ে আসে। তারা বিমানযোগে ইয়াবা বহন করে নিয়ে এসেছিল চারঘাটে। স্থানীয়রা জানিয়েছে, ওই বাড়িতে প্রতিদিন অনেক মানুষ মাদক কেনাবেচার কাজে আসে। এছাড়াও মেয়ে মানুষ যাতায়াত করে বলে খবর পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মাইনুল ইসলাম জানান