পেনশনের টাকা আটকে রাখায় রাবি উপাচার্যের বিরুদ্ধে মামলা

রাশেদ রাজনঃ
নিয়ম বহির্ভূত ভাবে পেনশনের টাকা আটকে রাখার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহানসহ ছয়জনকে বিবাদী করে মামলা দায়ের করেছেন বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল স্কুলের সাবেক অধ্যক্ষ মোমেনা জিনাত।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাজশাহীর যুগ্ম জেলা জজ আদালত-১ এ স্কুলের সাবেক অধ্যক্ষ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী নুরে কামরুজ্জামান ইরান।

মামলার বিষয়ে মোমেনা জিনাতের আইনজীবী জানিয়েছেন, আদালতের বিচারক জয়ন্তী রাণী মামলাটি আমলে নিয়ে আগামী ১৯ অক্টোবর আসামীদের আদালতে হাজির হতে সমন জারী করা হয়েছে। মামলার অপর পাঁচ আসামীর মধ্যে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের দুইজন রেজিস্টার, কোষাধক্ষ এবং রাবির শেখ রাসেল স্কুলের বর্তমান সভাপতি ও অধ্যক্ষ।

তিনি আরো জানান, বাদী মোমেনা জিনাত অবসর গ্রহনের পর নিয়ম বর্হিভূতভাবে তার পেনশনের ৪৫ লাখ ৬১ হাজার ৯৪৫ টাকা আটকে রাখায় তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন।

প্রসঙ্গত, অধ্যক্ষ মোমেনা জিনাত বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর মিজান উদ্দীনের স্ত্রী।