পেঁয়াজের মূল্য বাড়ালে ব্যবস্থা নেওয়া হবে : পাবনায় পেঁয়াজের মূল্যবৃদ্ধি, মজুদ ও সরবারহ নিয়ে মনিটরিং কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত

পাবনা প্রতিনিধি : দেশের সর্ববৃহৎ পেয়াজ উৎপাদনকারী জেলা পাবনায় পেঁয়াজের মুল্য বৃদ্ধি, মজুদ ও সরবারহ নিয়ে মনিটরিং কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রনালয়ের যুগ্ম -সচিব তৌফিকুর রহমান। পাবনার জেলা প্রশাসক কবীর মাহমুদের সভাপতিত্বে বিশেষ মনিটরিং সভায় আরও বক্তব্য রাখেন, পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইবনে মিজান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহেদ পারভেজ, কৃষি সম্প্রসারণ পাবনার উপ-পরিচালক আজহার আলী সরকার, পাবনা প্রেসক্লাব ও ক্যাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, জেলা মার্কেটিং অফিসার হুমায়ুন কবীর, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আব্দুস সালাম, জেলা কৃষকলীগের সহসভাপতি হাবিবুর রহমান হাবিব প্রমুখ।
সভার প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য মন্ত্রনালয়ের যুগ্ম -সচিব তৌফিকুর রহমান বলেন, যখন বাজারে পেয়াজের কোন ঘাটতি নেই : কৃষকের ঘরে পর্যাপ্ত পেয়াজ রয়েছে। তখন পেয়াজের আগাম মুল্যবৃদ্ধি কোভাবেই কাম্য নয়। তা ছাড়া এত আগে পেয়াজের দাম বৃদ্ধি বাণিজ্য মন্ত্রনালয়কে চিন্তায় ফেলেছে।
পেয়াজের দাম বাড়ার ব্যাপারে তিনি হুশিয়ারী উচ্চারণ করে বলেন, পেয়াজ নিয়ে সরকার সব সময় মনিটরিং করছে। তার পরে অযৌক্তিক দাম বাড়ালে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।