ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
পাবনার ভাঙ্গুড়া পৌর শহরের সারুটিয়া মহল্লার ওয়াপদা বাঁধের উপর অগ্নিকাণ্ডে জালাল উদ্দিন (৫০) নামের এক অটোভ্যান চালকের বসতঘরসহ সর্বস্ব পুড়ে গেছে। শুক্রবার রাত দশটার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে পাশের চাটমোহর উপজেলার ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা বাড়ির মালিক জালাল উদ্দিনের। ঘটনার পরপরই ভাঙ্গুড়া পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেল ও উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রঞ্জু ক্ষতিগ্রস্ত বাড়িটি পরিদর্শনে যান এবং সহায়তার আশ্বাস দেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দিনের কাজ কর্ম শেষে শুক্রবার রাতে জালাল উদ্দিন সহ পরিবারের অন্যরা নিজ নিজ ঘরে ঘুমাতে যায়। এক পর্যায়ে রাত দশটার দিকে জালাল উদ্দিনের বসতঘরের চালের ওপর আগুনের ধোঁয়া দেখতে পায় প্রতিবেশীরা। এসময় তারা চিৎকার শুরু করলে জালাল উদ্দিন তার ঘরে আগুন দেখতে পেলে ঘর থেকে বের হয়ে আসে। তখন স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়লে জালাল উদ্দিনের বাড়ির দুটি বসতঘর সহ সর্বস্ব পুড়ে যায়।এমনকি অগ্নিকাণ্ডে জালাল উদ্দিনের উপার্জনের একমাত্র অটোভ্যান গাড়িটিও পুড়ে যায়। এতে জালাল উদ্দিনের উপার্জন বন্ধ হয়ে যাওয়ায় দুশ্চিন্তাযপড়েছে পুরো পরিবারটি। এর উপর রয়েছে বিভিন্ন এনজিওর ঋণের বোঝা।
সংশ্লিষ্ট পৌর কাউন্সিলর আব্দুর রহিম অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।