ইয়ানূর রহমান : যশোরের বেনাপোল স্থলবন্দরের ২৩ নাম্বার শেডের মধ্যে একটি
শক্তিশালী হাত বোমা বিকট শব্দে বিস্ফোরণ হয়েছে। বুধবার (২সেপ্টেম্বর)
দুপুর ২ টার সময় বিস্ফোরনের ঘটনা ঘটে। এ সময় বন্দরে কর্মরত কাস্টমস,
বন্দর, সিএন্ডএফ ও লেবাররা আতংকে ছোটাছুটি করতে থাকে বন্দরে কর্মরত কেও
আহত হয় নাই।
বেনাপোল বন্দরের উপ-পরিচালক আব্দুল জলিল জানান, বেনাপোল স্থলবন্দরের ২৩
নং সেডের মধ্যে রাখা মোটর পার্টসের কাঠের কার্টুনের ফাঁকে হঠাৎ করে সুতলি
দিয়ে পেচানো একটি হাত বোমা বিস্ফোরন হয়। পরে থানায় খবর দিলে পুলিশ এসে
আলামত সংগ্রহ করে।
বন্দর এলাকার সচেতন মহল জানান, স্থলবন্দর এলাকা একটি সংরক্ষিত এলাকা।
বন্দর অভ্যন্তরের হাতবোমা নিয়ে শেডের ভেতরে কে বা কারা রাখলো বন্দরের
কর্মরত নিরাপত্তা প্রহরী, আনসার সদস্য ও শেড ইনচার্জ কেহই জানতে পারলো
না। এটা কি করে সম্ভব ? তারপরও আবার পোর্ট থানা থেকে ১০০ গজের মধ্যে।
বেনাপোল পোর্ট থানার ডিউটি অফিসার এএসআই মুরাদ বলেন, ঘটনাস্থল থেকে আলামত
সংগ্রহ করা হয়েছে। কে বা কারা বিস্ফোরন ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।
দ্রুত প্রকৃত ঘটনার সাথে জড়িতদের খুজে বের করা হবে।