২১ আগস্ট গ্রেনেড হামলায় খালেদা ও তারেক সরাসরি জড়িত-এমপি মনোরঞ্জন শীল গোপাল

দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, ২১ আগস্ট আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করার জন্যই সন্ত্রাস বিরোধী শান্তি সমাবেশে ভয়াবহ গ্রেনড হামলা চালিয়ে সেদিন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টাসহ আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল। ভাগ্য গুণে সেদিন শেখ হাসিনা বেঁচে যান। এ গ্রেনেড ও জঙ্গি হামলার মূল পরিকল্পনাকারী ছিলেন বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পুত্র তারেক রহমান।
২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনার ১৬তম বার্ষিকী উপলক্ষে দিনাজপুর শহরের বাসুনিয়াপট্টি জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভায় এমপি মনোরঞ্জন শীল গোপাল এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আবুল কালাম আজাদ, মো. বজলুল হক, মো. আলতাফুজ্জামান মিতা, যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা আশফাক হোসেন, ফারুকুজ্জামান চৌধুরী মাইকেলসহ অন্যান্য নেতৃবৃন্দ
এরপর গ্রেনেড হামলার নিহতদের আত্মার শান্তি কামনা করে বিশেষ প্রা র্থনা করা হয়।