বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর বলেছেন, বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে দেশব্যাপী মানুষের দোরগোড়ায় পুলিশিং সেবা পৌঁছে দেয়া হচ্ছে আর সেখানে বগুড়ায় জেলা পুলিশ সুপারের নেতৃত্বে জনবান্ধব পুলিশিং সেবা নিশ্চিতে সদর থানা পুলিশ পরিবার সর্বদা বদ্ধপরিকর।
শাখারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হুদা উজ্জ্বলের সভাপতিত্বে সোমবার বিকেলে বগুড়া সদরের শাখারিয়া ইউনিয়নে প্রায় ৫ শতাধিক মানুষের অংশগ্রহণে বিট পুলিশিং কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভা ও স্বাস্থ্যবিধি মেনে বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলি বলেন। সভায় সদর ওসি হুমায়ুন কবির আরো বলেন, ছোট ছোট সমস্যায় থানায় আসার প্রয়োজন নেই, পুলিশ সদস্যরা এলাকাভিত্তিক আপনাদের সেবা পৌঁছে দিবে। সেই সাথে যেকোন ঘটনায় সাধারণ মানুষের জন্যে সর্বদা তার সেবাপ্রদানের দরজা খোলা আছে মর্মে তিনি অপরাধ দমনে শুধু সকলকে তথ্য দিয়ে সহযোগিতার জন্যে আহŸান জানান। এছাড়ও জরুরী সেবা গ্রহণের লক্ষ্যে ৯৯৯ এ যেকোন সময়ে টোল ফ্রি কল দেওয়ার মাধ্যমে সেবা গ্রহণেরও কথা বলেন এই কর্মকর্তা। সেই সাথে বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি ¯েøাগানে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, নারী নির্যাতন, ইভটিজিং মুক্ত সমাজ গড়তে সাধারণ জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে সদর থানা পুলিশ নিজেদের সর্বোচ্চটুকু দিয়ে কাজ করে যাবে মর্মে প্রতিশ্রæতিও দেন এই কর্মকর্তা।
বিট ইনচার্জ সদর থানার এস.আই মনোয়ারুল ইসলামের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন সদর থানার ওসি (তদন্ত) রেজাউল করিম রেজা, ওসি (অপারেশন এন্ড কমিউনিটি পুলিশিং) হাসান আলী, সহকারী বিট ইনচার্জ আশরাফুল ইসলাম, পাঁচবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওহাব আলী, সাবেক ইউপি সদস্য রেজাউল করিম, ইউপি সদস্য মঞ্জুরুল হক ও স্থানীয় এলাকাবাসীর পক্ষে শামসুল আলম প্রমুখ। অনুষ্ঠান পরবর্তী সভায় উপস্থিত সকল সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করেন সদর থানা পুলিশ পরিবার।