বিশ্বনাথ প্রতিনিধি :: বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও দৈনিক উত্তরপূর্বের সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, প্রতিবন্ধীরা বুঝা নয়, আমাদের সম্পদ। জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বাধীন সরকার প্রতিবন্ধীদের কল্যাণে কাজ করে যাচ্ছেন। আর তাই প্রতিবন্ধীদের কল্যাণে সরকারের পাশাপাশি আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি ঈদুল আজহার ২য় দিন (রোববার) সমাজসেবামূলক সংগঠন ম্যানকাইন্ড অর্গানাইশেনের উদ্যোগে সিলেটের বিশ্বনাথে উপজেলার রামপাশা ইউনিয়নের আমতৈল গ্রামে ৪ শতাধিক প্রতিবন্ধী ও ২ শতাধিক অসহায়-গরীব পরিবারের মধ্যে কোরবানীর মাংসা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। ওই দিন সংগঠনের উদ্যোগে ১০টি গরু কোরবানী দেওয়া দেয়া হয়। এর মধ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের ১৪ জন সদস্যের নামে দুটি গরু কোরবানী দেয়া হয়।রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীরের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, সাবেক সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক বশির আহমদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের উদ্যোক্তা শহিদ চৌধুরী।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম, বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসা, পুলিশ পরিদর্শক (তদন্ত) রমা প্রসাদ চক্রবর্তী, জেলা যুবলীগ নেতা জিল্লুর রহমান দারা, সিলেট বারের এপিপি অ্যাডভোকেট মোহাইমিন চৌধুরী বাপ্পী, যুবলীগ নেতা হুমায়ুন আহমদ, আরাফাত হোসেন, আলী আমজাদ প্রমুখ নেতৃবৃন্দ।
শেখ কামালের জন্মদিনে বিশ্বনাথে বৃক্ষরোপন
বিশ্বনাথ প্রতিনিধি :: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকীতে সিলেটের বিশ্বনাথে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে একর্মসূচির আয়োজন করা হয়। উপজেলা পরিষদ প্রাঙ্গনে ঔষধী (নিম) বৃক্ষরোপনের মাধ্যমে শুরু হওয়া কর্মসূচিতে উপজেলার বিভিন্ন এলাকায় ৫০টি (ফলজ-বনজ-ঔষধী) বৃক্ষরোপন করা হয়।বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বর্ণালী পাল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম সরকার, জনস্বাস্থ্য অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী সঞ্জিত চন্দ্র দাশ, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, সাংবাদিক কামাল মুন্না প্রমুখ।