সত্য ও মিথ্যার দূরত্ব

এনামুল হক টগর

তোমরা সত্যজ্ঞান ও নিগূঢ় বিশ্বাসের সাথে বেড়ে উঠতে থাকো আলোর উদয়,
তারপরও অসত্য ও অবিশ্বাস তোমাদেরকে ঘিরে ধরতে থাকবে নির্বাক আঁধার বিস্ময়!
অবিশ্বস ও মিথ্যার কোন শেকড় নেই কিন্তু ফেঁতনায় ও ছলনায় ওরা বহুদূর কৌশলে অবাক।
ওরা মিথ্যার রং মেখে বিস্তার লাভ করে কৌশলে কৌশলে বহুদূর পথে ফাঁকা,
অবিশ্বাস আর মিথ্যাকে সত্য ও বিশ্বাসের সাথে কিছুক্ষণ হাঁটতে দাও মরিচিকার ঝলক!
তারপর তাকে সত্য আর বিশ্বাস দিয়ে ধীরে ধীরে আঁকড়ে ধরো দীপ্ত আলোক।
দেখবে একদিন মিথ্যা ও অবিশ্বাস শেকড়বিহীন দূর্বল হয়ে যাবে।
যেহেতু আলোর চারপাশ দিয়েই কঠিন অন্ধকার জগত এই বিশ্ব ভবে!
সেহেতু সত্যের চারপাশ দিয়ে অবিশ্বাস ও অসত্যই করতে দীর্ঘ বাস,
সত্যজ্ঞানের প্রজ্বলিত প্রজ্ঞা দিয়ে বিশ্বাসকে বিস্তার করো সুদূর বহুদূর চাষ!
শক্তিহীন মিথ্যা দীনের সবল সত্যের কাছে আত্মসমর্পণ করবে পরাজিত দাস!
হৃদয়ের জ্ঞান থেকে দৃষ্টিকে আলোর পথ দেখাও নতুন নতুন,
প্রকৃতির অন্তরে যেমন আকাশ ও বাতাস খেলা করে অভিনব প্রিয় বন্ধু সুজন।
মেঘের আলিঙ্গনে যেমন বিদ্যুৎ চমকায় আর বৃষ্টি ঝড়ায় মৃত্তিকার প্রেমে তৃপ্ত নয়ন!
গভীর প্রেমে চাঁদের কিরণ যেমন দূর আকাশে প্রিয়তমাকে খোঁজে বিরহ বিচ্ছেদ,
আবার সূর্যের নতুন আলো বিকশিত চেতনায় মাঠে মাঠে ফসল ফলায় প্রাণশক্তির রসদ আবাদ।
এই দুই রংয়ের গভীরেই যেন মহারং আর মহা-রহস্যের মহাপ্রেম অভেদ।
২৩/০৭/২০২০