নকল বিড়িতে বাজার সয়লাব

স্টাফ রিপোর্টারঃ পাবনা জেলার বিভিন্ন হাট বাজারের বিভিন্ন দোকানসহ দেশের অন্যান্য স্থানে নকল বিড়ি বিক্রি করার অভিযোগ উঠেছে। সওে জমিনে ঘুওে দেখা যায় বিভিন্ন দোকানে “ সাঁথিয়া উপজেলার আলোক দিয়ার গ্রামে এবং সুজানগর উপজেলার দুলাই থেকে তৈরীকৃত “ মহব্বৎ ও সাথী বিড়ি” এর হুবুহু নকল বিড়ি বেঁচা-কেনা হচ্ছে।
এ ব্যাপাওে মহব্বৎ ও সাথী বিড়ির ম্যানেজিং পার্টনার মোঃ রাশেদুল ইসলাম জানান, আমরা বাজাওে খোঁজ নিয়ে জানতে পারি ,আমাদেও চেয়ে কম মূল্য নিয়ে কে বা কারা দোকানে আমাদের প্রতিষ্ঠানের মহব্বৎ ও সার্থী বিড়ির হুবুহু নকল অন্য অন্য কোথাও থেকে তৈরী কওে বাজারজাত করা হচ্ছে। সম্প্রতি পাবনা শহরের বিভিন্ন প্রেসে অভিযান চালিয়ে পাবনা থানা পুলিশ আকিজ বিড়ি, আজিজ বিড়ি, মনোমোহন বিড়ির বিপুল পরিমান নকল লেবেল , ফিল্টার উদ্ধার করা হয়। পাবনা জেলার দুলাই এবং ঈশ^রদীতে নিয়মিত দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র বিভিন্ন নামে নকল বিড়ি তৈরী কওে বাজার জাত করছে। এতে সরকার যেমন রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। অন্যদিকে প্রকৃত মালিকগন তাদের প্রতিষ্ঠানের সুনাম হারানোর পাশাপাশি বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার কাছে হয়রানীর স্বীকার হচ্ছেন।