মাভাবিপ্রবি প্রতিনিধি: মুজিব বর্ষ উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গ্রীন ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়েছে। বুধবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন যায়গায় প্রায় ৩০টি ফলজ, বনজ ও ঔষধি গাছ লাগানো হয়।
এসময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা এর পরিচালক এবং ইএসআরএম বিভাগের অধ্যাপক ড. এ এস এম সাইফুল্লাহ, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মোঃ মাসুদার রহমান, জননেতা আব্দুল মান্নান হল প্রভোষ্ট অধ্যাপক ড. পিনাকী দে, ইএসআরএম বিভাগের সহকারী অধ্যাপক জসীম উদ্দিন, ক্লাবের যুগ্ম-আহবায়ক সম্রাট হোসাইন, আসলাম হোসাইন ও মাহবুবুর রহমানসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মসুচির সার্বিক সহযোগিতা করেন বিভাগের চেয়ারম্যান ড. মীর মোঃ মোজাম্মেল হক।
এ বিষয়ে মাভাবিপ্রবি গ্রীণ ক্লাবের আহবায়ক মানিক শীল বলেন, বৈশ্বিক উষ্ণায়নের সমস্যা সমাধানে বৃক্ষরোপণের বিকল্প নেই। গাছ প্রকৃতির বন্ধু। মুজিব বর্ষ উপলক্ষে আমরা এ বৃক্ষরোপণ কর্মসুচি হাতে নিয়েছি।