বর্তমান করোনা পরিস্থিতিতে মানুষকে সচেতন করার দায়িত্ববোধ থেকে এবার গান গাইলেন বাংলাদেশ টেলিভিশনের তালিকাভূক্ত কন্ঠশিল্পী পাবনার চাটমোহরের কৃতি সন্তান প্রভাষক এস এম আলী আহম্মেদ। শোনেন বিশ^বাসী ভাই বোনেরা করবেন না যেন ভয়/কাজ না থাকলে অযথাই বাইরে ঘোরাঘুরি নয়/অতীব প্রয়োজনে বাইরে যেতেই যদি হয়/দূরত্ব বজায় রেখে করি করোনাকে জয়- শিরোনামের গানটি লিখেছেন বাংলাদেশ টেলিভিশনের তালিকাভূক্ত গীতিকার প্রভাষক ইকবাল কবীর রনজু। গানটি সুর করেছেন শিল্পী নিজেই। ইতি মধ্যেই পাবনার রাদ ষ্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। গানটির মিউজিক করেছেন খন্দকার রাইসুর রহমান।
গানটি প্রসঙ্গে শিল্পী আলী আহম্মেদ জানান, বিশে^র চলমান করোনা পরিস্থিতিতে আমরা কিভাবে সুরক্ষিত থাকতে পারি গীতিকার গানটিতে সেদিকের উপর গুরত্বারোপ করেছেন। আশা করি গানটি সবার ভাল লাগবে এবং করোনা মুক্ত থাকতে সহায়ক হবে। আদনান বৈশাখী প্রডাকশনের ব্যানারে শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেল Boral Music এ আগামি ১৯ জুলাই রবিবার গানটি রিলিজ হবে।