আত্মকথন

আমি একটি পেইন্টিংস;
অতীব উচ্চমার্গীয়!
সকলে বিস্ময় ভরা চোখে
এ আমাকে উপভোগ করে
কিন্তু কেউ কিছুই বোঝে না!
সবাই নিজের মতো করে অর্থ খুঁজে নেয়।
আলোচনা করে
সমালোচনাও করে
আমি একটি পেইন্টিংস
নিতান্তই নিরব নিস্তব্ধ।

আগুন আর পানির সংমিশ্রণে
এতো অমায়িক শিল্পকর্ম তৈরী করা যায়;
আমার ঈশ্বর তার নিখাদ প্রমাণ দিয়েছেন।

সকলে আমাকে উপভোগ করে
উপলব্ধি করে না কখনো।
মানুষের মনে দুঃখ হলে, পাহাড়ের কাছে যায়
মন উচাটন হলে, অরণ্যের কাছে যায়
আর, যখন কাজ না থাকে
তখন আমার কাছে আসে!