জীবনের অর্থ বিপ্লব যুদ্ধ ও চেতনা

এনামুল হক টগর

হে অলৌকিক,হে ঐশ্বরিক জীবন আর মহাজীবন,
তুমিতো এক অবিস্মরণীয় জ্ঞানের প্রজ্ঞায় মহাকাল ধ্বনি-
তুমিই মহাবিন্দু!তোমার বৃত্তের গভীরেই চক্রাকারে ঘোর তোমারই সমগ্র অবিচ্ছেদ্যের ক্ষুদ্র অংশ,সেও কখনো তোমারই তপস্যায় হয় আলোকিত বিশাল বৃহৎ জীবন !
ঠিক যেন আগের মতোই সনাতন আর অনাদির গভীরে রূপ চিরন্তন!
তুমিই জীবন,তুমি মহাজীবন,তুমিই মহাকালের নতুন
তুমিই অতীত তুমিই বর্তমান আবার তুমিই ভবিষ্যতের উর্দ্ধে জ্যোতির্ময় চৈতন্য!
তুমিই চলমান ও তুমিই গুরুত্বপূর্ণ জ্ঞানের প্রজ্ঞায় এক দীপ্তিময় মহা-সিরিজ প্রগতি-
চলতে চলতে থমকে দাঁড়াও মহা-সংস্কার নীতি
আবার তুমিই আপোষ মিমাংসা করে হাঁটতে থাকো দ্যুতি-
জীবনের পথে পথে অসংখ্য হিংসা বিদ্বেষ অহম দ্বন্দ্ব দুঃখ বিলাস আর হাহাকার,
যা দেহ ও মনকে করে আঘাতে আঘাতে ক্ষত-বিক্ষত আর যুদ্ধে যুদ্ধে করে রক্তপাত বেদনার।
পেছনে অনেক জীবন কাঁদে বিপন্ন অনাহারী দরিদ্র আর ক্ষুধা,
সামনে নতুন আহবান দক্ষিণা হাওয়া বসন্ত দিনের মধুময় চেতনা ধারা সুধা।
মাঝে বহুবছর জীবন উপভোগ করে সংসার আনন্দ দুঃখ ব্যথা যন্ত্রণা,
জ্ঞানীরা অনাগত প্রজন্মের জন্য করে শান্তির গবেষণা,
যুদ্ধ মানবতাকে করে ধ্বংস আবার ন্যায়পরায়ণ যুদ্ধ ছাড়া,
পৃথিবীতে আর্দশ সভ্যতা আর শান্তির দিন আসে না পরিবর্তনের সমাজ সংস্কার।
তন্দ্রার গভীরেই যেন গোপনে লুকিয়ে থাকে নতুন সূর্যদোয়ের দীপ্ত কিরণ!
আবার বাস্তব জীবনের আঁধারেই যেন ঘুমিয়ে থাকে ক্লান্ত বেদনার রোদন।
হাঁটতে হাঁটতে পথের সাথে পথের হয় ক্ষণিক পরিচয়,
তারপরও হাজার পথ রয়ে যায় অচেনা ও অজানা রহস্যময়।
পৃথিবীর গুহাভেদ করে কতো যুগ-যুগান্তর আর শত সহস্র বছর হারিয়ে গেছে ইতিহাস শুধায়।
কিন্তু অবাক বিস্ময় স্মৃতিগুলো বিরহ বিচ্ছেদ বেদনায় কাঁদে যন্ত্রণাময়।
জীবনের গভীরে মৃত্যুর প্রবল চেতনা তাই পৃথিবীতে এতো ঘৃণা আর এতো ভালোবাসা।
কিন্তু প্রেমের মিলিত প্রত্যাশাই জীবনকে বাঁচিয়ে রাখে ঐশ্বরিক চেতনার জীবন্ত সংসার আশা!
এ যেন বাকা ধনুকের প্রবণতা থেকে মূল অবস্থায় ফিরে যেতে চায় আদি সনাতন!
জীবনের বাসনা আর মৃত্যুর কামনা যেন পাশাপাশি বাস করে তৃতীয় স্তরে তাৎপর্যপূর্ণ!
মৃত্যুর হলো জীবনের একান্ত সহচর ও নিবিড় এক বিশ্বসী বন্ধু!
সহনশীল নাবিকের মতো সে ভাসমান সমুদ্রে,
অভিযান করে আর ভেঙে ভেঙে দেয় আঁধার বৈষম্য ভেদাভেদ।
কখনো জীবন তাঁর অস্তিত্বের চক্র অতিক্রম করতে চায় কিন্তু বিস্ময় জনম!
বেঁচে থাকার আকাঙ্ক্ষার চেয়ে মৃত্যুর চেতনা শক্তি অনেক প্রবল বিনাশ ভূমি!
তাই অনিচ্ছা সত্ত্বেও মৃত্যু জীবনের সামনে এসে দাঁড়ায়
মৃত্যুর ভয়কে জীবন কখনোই করতে পারে না জয়!
সত্য উদঘাটন করলে বুঝা যায় জীবন ও মৃত্যু এক নিয়তির যুদ্ধ সংগ্রম ও চেতনার বিপ্লব আন্দোলন অবাক!
হৃদয়ের পাশাপাশি তাঁরা দুজনই করে বাস তাপস্যায় গভীরতম বন্ধুত্ব হয় মহামিলনে নির্বাক।

০৯/০৭/২০২০