সিরাজগঞ্জের সলঙ্গার পাচঁলিয়া বাজার কমিটির আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ: অসুস্থ্য হয়ে মারা যায় ইউপি সদস্য, আহত ১০

সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের সলঙ্গায় পাচঁলিয়া বাজার বনিক সমিতি ও হাট ইজারাদারদের আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ।
এসময় অসুস্থ্য হয়ে ইউপি সদস্য জিল্লুর রহমান মারা গেছে। দুই গ্রুপের আহত হয়েছে কমপক্ষে ১০ জন। আহতদের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে সলঙ্গার পাচঁলিয়া বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত জিল্লুর রহমান হাটিকুমরুল ইউনিয় পরিষদের ৬ নং ওয়ার্ডের সদস্য ও পাচঁলিয়া গ্রামের মৃত শাহ আলমের ছেলে।
স্থানীয় সাবেক ইউপি সদস্য রুহুল আমিন বলেন, গত মঙ্গলবার পাচঁলিয়া বাজার বনিক সমিতির মিটিং করা কথা ছিল। পরে বৃহস্পতিবার সকালে মিটিং করার প্রস্তুতি নিচ্ছিল বাজার বনিক সমিতি। এসময় বনিক সমতিরি সভাপতি আরাফাত রহমান কে হাট ইজারাদার আব্দুল্লাহ ওয়াজেদ গ্রুপের লোকজন মিটিংএ বাধা দেয়। এসয় দুই গ্রুপের সংঘর্ষ বাধে উপস্থিত পুলিশ সদস্যরা দুই গ্রুপের লোক জনকে সরিয়ে দেয়।
সংঘর্ষে সময় ইউপি সদস্য জিল্লুর রহমানকে মারপিট করে। পরে অসুস্থ্য হয়ে পরে।
পাচলিয়া বাজার বনিক সমিতির সভাপতি আরাফাত রহমান জানান, আমরা বাজার বনিক সমিতির প্রস্তুতি নিচ্ছিলাম । এসময় হাট ইজারাদার আব্দুল্লাহ ওয়াজেদ লোক জন নিয়ে এসে বাধা দেয়। পরে পুলিশ দুই গ্রুপের লোক জনকে ঘটনাস্থল থেকে সরিয়ে দেয়।
সলঙ্গা থানার ইন্সপেক্টর তদন্ত হুমায়ন করিব জানান, পাচঁলিয়া বাজার বনিক সমিতির ছোট পরিসরে একটি মিটিংএর প্রস্তুতি নিচ্ছিল থানা পুলিশ ও উপস্থিত ছিল। এসময় বনিক সমিতির মিটিং বাধা দেয় হাট ইজারাদারদের লোক জন। দুই গ্রুপের লোক জনকে পুলিশ ঘটনাস্থল থেকে সরিয়ে দেয়। ইউপি সদস্য মুঠোফোনে কথা বলতে বলেত অসুস্থ্য হয়ে পরে তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্য বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান, সহকারী কমিশনার ভুমি নাহিদ হাসান খান, ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, নারী ভাইস চেয়ারম্যান রিবলী ইসলাম কবিতা ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান দুই পক্ষকে মুঠো ফোনে কথা বলে শান্তি শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেন।