পাবনা প্রতিশ্রুতি’র শিক্ষা বৃত্তি প্রদান

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসফে) এর অর্থায়নে শিক্ষাবৃত্তি প্রদান করেছেন পাবনা প্রতিশ্রুতি।
সোমবার পাবনা প্রতিশ্রুতি’র প্রধান কার্যালয়ে সরকার কর্তৃক প্রদত্ত নির্দেশনা মোতাবেক সকল স্বাস্থ্যবিধি মেনে দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীদের মাঝে মুজিব শতবর্ষ উপলক্ষে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
পাবনা প্রতিশ্রুতি অফিস সুত্রে জানাযায়Ñ বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর অর্থায়নে “বঙ্গবন্ধুবাংলাদেশ এনজিও ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি” ২০১৯ সালে এসএসসি /সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে উচ্চ মাধ্যমিক পর্যায়ে অধ্যয়নরত মোট ৪০জন গরিব মেধাবি শিক্ষার্থীদের প্রত্যেককে ৬ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়। অপরদিকে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসফে) এর কর্মসূচি সহায়ক তহবিলের আওতায় ২০১৮ সালে এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীণর্ দরিদ্র পরিবারের ১৪ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে ২য় পর্যায়ে এবং ২০১৯ সালে এসএসসি /সমমান পরীক্ষায় উত্তীর্ণ দরিদ্র পরিবারের ১৪ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে ১য় পর্যায়ে
সর্বমোট ২৮ জন কে মাথাপিছু ১২হাজার টাকাকরে সর্বমোট ৩ লক্ষ ছত্রিশহাজার টাকা শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।
পাবনা প্রতিশ্রুতির নির্বাহী পরিচালক মমতা চাকলাদার শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে বৃত্তি নগদ টাকা প্রদান করেন। এ সময় মমতা চাকলদার বলেন- করোনা কালীন সময়ে সরকার কর্তৃক প্রদত্ত নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে বাড়িতে অবস্থান পূর্বক লেখা পড়া করতে হবে। প্রাপ্ত বৃত্তির টাকা লেখাপড়ার প্রয়োজনীয় খাতে ব্যয় করতে হবে।