বিশ্বনাথে ২৫৬ জন কৃষক-কৃষাণী পেলেন নগদ অর্থ-বীজ

বিশ্বনাথ প্রতিনিধি :: ‘মুজিববর্ষের অঙ্গিকার, নিরাপদ সবজি হবে উপহার’ স্লোগানকে সামনে রেখে সিলেটের বিশ্বনাথে উপজেলার ২৫৬ জন কৃষক-কৃষাণীর হাতে তুলে দেওয়া হয়েছে জনপ্রতি নগদ ১ হাজার ৯৩৫ টাকা ও ১৪ প্রজাতির সবজির বীজ। মহামারী করোনা মোকাবেলায় নিজেদের উৎপাদিত সবজি দিয়ে যাতে কৃষক-কৃষনাণীরা নিজেদের পরিবারের পুষ্টির চাহিদা পূরণ করতে পারেন সেলক্ষ্যেই এগুলো বিতরণ করছেন সরকার।সোমবার সকালে প্রধান অতিথি হিসেবে নগদ অর্থ ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও পৌর প্রশাসক মোঃ কামরুজ্জামান। ২০১৯-২০ অর্থ বছরের খরিপ-১/২০২০-২১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় পারিবারিক সবজি এবং পুষ্টি বাগান স্থাপনের লক্ষ্যে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ব্যবস্থাপনায় এগুলো বিতরণ করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা রমজান আলীর সভাপতিত্বে কৃষক-কৃষাণীদের মধ্যে নগদ অর্থ ও বীজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাকিল খন্দকার, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, সাংবাদিক কামাল মুন্না প্রমুখ। সবজি উৎপাদনে উপজেলাবাসীকে উৎসাহী ও আগ্রহী করতেই সরকার কৃষক-কৃষাণীদের মধ্যে নগদ অর্থ ও বিভিন্ন প্রজাতির সবজি বীজ বিতরণ করার উদ্যোগ নিয়েছেন বলে উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়।উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার প্রত্যেক ইউনিয়নে ৩২ জন করে ৮টি ইউনিয়নে মোট ২৫৬ জন কৃষক-কৃষাণীকে জনপ্রতি পুঁইশাক, করলা, লালশাক, মরিচ, চাল কুমড়া, বড়বটি, বেগুন, কলমীসহ ১৪ প্রকার সবজির বীজ এবং সার ক্রয়, রক্ষণাবেক্ষণ ও পরিচ্চচর্যা বাবদ ১ হাজার ৯৩৫ টাকা করে প্রদান করা হয়। আর কম জমিতে কিভাবে অধিক পরিমাণে সবজি উৎপাদন করা যায় তা উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তারা মাঠে গিয়ে নিশ্চিত করবেন। সঠিকভাবে উপজেলার প্রত্যান্ত অঞ্চালে সবজি চাষাবাদ করলে সবজি উৎপাদন বাড়বে এবং মানুষের পুষ্টি চাহিদা পূরণ হবে।