মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ মৌলভীবাজারে অনলাইনে ডিজিটাল মেলা-২০২০ উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলন ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে আজ ২৭ জুন সকাল ১১টায়। অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ও আইসিটি) মোঃ মামুনুর রশীদ এর সভাপতিত্বে ও প্রেগ্রামার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, মৌলভীবাজার ইঞ্জি: আবু কাউসার এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেণ- মৌলভীবাজার জেলা প্রশাসক নাজিয়া শিরিন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, এটুআইন এবং জেলা প্রশাসন এর আয়োজনে আলোচক হিসাবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার পুলিশ সুপার পিপিএম (বার) ফারুক আহমেদ, মৌলভীবাজার সিভিল সার্জন ডা. তওহীদ আহমদ, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশাহিদ আহমদ, বিটিভি জেলা প্রতিনিধি হাসনাত কামালসহ গন্যমান্য ব্যক্তিগন। তথ্য প্রযুক্তিই নাগরিক সেবা উন্নতকরণে মূল হাতিয়ার শীর্ষক ভিডিও বার্তার মাধ্যমে আলোচনায় প্রায় ৪০জন অংশ গ্রহণ করেন। জানা গেছে- বর্তমান করোনা সংক্রমণ পরিস্থিতিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে ৬৪টি জেলার ডিজিটাল কার্যক্রমকে জাতীয় তথ্য বাতায়নের মাধ্যমে নাগরিকদের কাছে উপস্থাপনের লক্ষ্যে আগামী ২৮-৩০ জুন পর্যন্ত অনলাইনে ডিজিটাল মেলা-২০২০ অনুষ্ঠিত হবে। এবারের মেলায়, প্যাভিলিয়ন- ১- ই-সেবা। বিভিন্ন খাতে (ডিজিটাল প্রশাসন, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ, স্বাস্থ্য, যোগাযোগ, ভূমি- ই-পর্চা ও ই-মিউটেশন, বিআরটিএ, পোস্টাল বিভাগের সার্ভিসসমূহ, ই-পাসপোর্ট, পরিবেশ এবং অন্যান্য সেবা খাত) সরকারি সেবার ডিজিটাল পদ্ধতির বা ই-সেবার স্বচিত্র তথ্য-উপাত্ত আপলোডের মাধ্যমে প্রদর্শন। প্যাভিলিয়ন- ২- ডিজিটাল সেন্টার, পোস্ট ই-সেন্টার, এজেন্ট ব্যাংকিং, রুরাল ই-কমার্স ও অন্যান্য প্রতিষ্ঠানসমূহ। জেলার অধীন এক বা একাধিক ইউনিয়ন ও পৌর ডিজিটাল সেন্টারের সেবা উপস্থাপন করতে হবে। এজেন্ট ব্যাংকিং এবং রুরাল ই-কমার্স সুবিধা সম্বলিত ডিজিটাল সেন্টার, ডিজিটাল সেন্টারের নারী উদ্যোক্তাদের কার্যক্রম উপস্থাপন। প্যাভিলিয়ন ৩ – শিক্ষা ও কর্মসংস্থান, স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের উদ্ভাবনী উদ্যোগসমূহ, অনলাইন ক্লাস কার্যক্রম, যুব উন্নয়ন অধিদপ্তর, বিসিক, বিএমইটি, কারিগরী শিক্ষা অধিদপ্তর (পলিটেকনিক ইনস্টিটিউট, টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজ)সহ সরকারের বিভিন্ন দক্ষতা উন্নয়নমূলক প্রতিষ্ঠানের ‘দক্ষতা ও কর্মসংস্থান’ বিষয়ক ইনোভেটিভ উদ্যোগসমূহ যুব সমাজসহ জনসাধারণকে জানানো। প্যাভিলিয়ন- ৪ – বিভিন্ন স্টার্টআপ ও তরুণ উদ্ভাবকদের উদ্যোগ প্রদর্শন। স্থানীয় পর্যায়ের বিভিন্ন উদ্যোগ, বিভিন্ন স্টার্টআপের বিরবণ, স্থানীয় শিক্ষার্থী এবং তরুণ উদ্ভাবকদের উদ্ভাবনী প্রকল্প, স্থানীয় পর্যায়ে নাগরিক সমস্যা সমাধান নিয়ে যে কোন উদ্যোগ কিংবা প্রোটোটাইপ প্রদর্শন করা।