বাবা দিবসে বাবা আমার
অন্যদিনে বাবা কার!
বাবা যদি আমারই হয়
তবে বারমাসই আমার।
দিনের তরে বাবা নয়ত
প্রতি মূহুর্তে আমার।
বাবা আমার পরম বন্ধু
বাবা, সুখ দুঃখের সারথি।
আজ যে দাড়িয়ে আছি
সেই পথটি তৈরী হতে
কত শত শ্রম আর ঘাম
আমরা কি সব জানি?
বাবা
তোমায় বড্ড ভালবাসি।
এই কথাটি বলা সহজ
কাজটি বড় কঠিন
সেই কঠিনেরে সঙ্গি করে
চলতে হবে রাত্রিদিন।
আমরা সবাই সহজ পথে
শুধুই বলতে ইচ্ছে করে
বাবা তোমায় ভালোবাসি।
বাবা যে আজ ছেলে হয়েছে
সেই কথাটাই মনে রেখে
আমরা কি পথ চলি।
আজকে বাবা আমার বাবা
কালকে তবে কার?
বাবার দিকে তাকাও সবে
দেখ তাঁরই মুখ
আদর দিয়ে সোহাগ দিয়ে
গড়েছেন তোমার সুখ।
আজও তোমার সুখে হাঁসেন
তোমার দুঃখে কাঁদেন।
সেই বাবা বুকের ভেতর
রেখ আপন করে।
তবেই তোমার স্বর্গ হবে
এই ধরাদামে।
বুঝবে যখন শুন্য হবে
ডাকবে না আর কেহ
আয় রে আমার সোনামানিক
বুকের ভেতর রাখি।
শুন্য হবে এ ঘর তোমার
শুন্য চারিদিকে
শুধুই শুনতে মনে চাইবে
সোনামানিক কইরে।
বুঝবে সেদিন বাবা কিযে
আর পাবেনা খুঁজে।
তাইত বলি সবার তরে
বাবার বুকে মাথা রেখে
আলতো করে বল
বাবা
তোমায় বড্ড ভালবাসি।
দেখবে তখন আলতো করে
তোমার কপালে আঁকবে
চাঁদের আলো।
বলবে,ভালো থাকিস সোনামানিক
সারা জীবন ভরে।