লালমনিরহাটে গবাদি পশুর খামার গুলোতে লাম্পি স্কিন ডিজিজের প্রাদুর্ভাব

লালমনিরহাটে গবাদি পশুর খামারগুলোতে লাম্পি স্কিন ডিজিজের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। আতঙ্কে রয়েছ বড়, ছোট ও দেশীয় গবাদি পশুর শিল্প খামারিরা। লাম্পি স্কিন ডিজিজ ভাইরাসটি আক্রান্ত গরুর শরীর প্রথমে ফুলে গুটি-গুটি হয়। কয়েকদিন পর গুটিগুলো ফেটে রস ঝড়তে থাকে। ভাইরাসজনিত এ রোগে গবাদি পশু দুর্বল হয়ে ওজন কমে যায়, দুধ উৎপাদন হ্রাস পায় এবং চামড়ার গুণগতমান নষ্ট হয়। এব্যাপারে লালমনিরহাট প্রাণি সম্পদ কর্মকর্তা জানান,খবর পেয়ে আমরা খামারিগুলোতে যাই এবং যথাযথ ভাবে পর্যবেক্ষন করে চলছি।