কলমাকান্দায় মামলা তুলে নিতে বাদীকে হুমকি

নেত্রকোনার কলমাকান্দায় বাবা ও মেয়েকে নির্যাতনের ঘটনায় করা মামলার বাদীকে মামলা প্রত্যাহার করতে বলছেন আসামীরা। নয়তো তাকে ও তার পরিবারের সদস্যদের হত্যা করার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় শনিবার সন্ধ্যায় বাদীর মা মোছা. রহিমা আক্তার জীবনের নিরাপত্তা চেয়ে কলমাকান্দা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডিতে মোছা. রহিমা আক্তার উল্লেখ করেন, উপজেলার কৈলাটী ইউনিয়নের বিষমপুর গ্রামের মো. ফৌজদার মিয়া ও মো. ফেরদৌস মিয়ার নেতৃত্বে দশ আসামী মিলে প্রায় একমাস পূর্বে একই গ্রামের আবু চাঁন মিয়া ও তার মেয়ে মোছা. কুলছুমা আক্তারকে মারপিট করে। পরে ঘটনার স্থল থেকে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে চিকিৎসা দেন। পরে আহত কুলছুমা নিজেই বাদী হয়ে বিষমপুর গ্রামের মো. ফৌজদার মিয়া ও মো. ফেরদৌস মিয়াসহ দশজনের নাম উল্লেখ করে কলমাকান্দা থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর থেকেই আসামীরা বাদী ও তার পরিবারের সদস্যদের হত্যা করার হুমকি দিয়ে আসছে।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল করিম বলেন, একটি জিডি পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
হুমকির ব্যাপারে মো. ফৌজদার মিয়া ও মো. ফেরদৌস মিয়ার বক্তব্য জানতে তাদের মুঠোফোনে ফোন করা হলে তা বন্ধ পাওয়া যায়।