স্টাফ রিপোর্টার ॥ পাবনার আটঘোরিয়া উপজেলার মাজপাড়া ইউপি চেয়ারম্যান মো. আব্দুল গফুরের বিরুদ্ধে ফেইজবুক, “সত্য প্রকাশে জনতার পাশে” নামক ফেক আইডি থেকে নানা রকমের মিথ্যা সংবাদ গণমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে প্রধান শিক্ষক কে এম রইচ উদ্দিন ও জিন্নাত আলী শেখ’র বিরুদ্ধে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে ব্যাপক নিন্দা জানান। রইচ উদ্দিন শুধু চেয়ারম্যানের
বিরুদ্ধে নয়, এর আগেও ঐ এলাকার গুণী মানুষের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার
চালায়। পরবর্তীতে কে বা কারা ক্ষুব্ধ হয়ে ঐ প্রধান শিক্ষক রইচ উদ্দিন কে মারপিট
করে। তাকে আহত অবস্থায় স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর জেরে ইউপি চেয়ারম্যান মো. আব্দুল গফুরের বিরুদ্ধে স্থানীয়, জাতীয় প্রত্রিকা ও টিভি চ্যানেলে তাকে হেয় করতে সরকার ঘোষিত প্রণোদনায় ২৫০০ টাকার গরিবের তালিকায় ধনীর নাম ব্যবহার করে তালিকা করা বিষয়ে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করা হয়।
এ ঘটনায় চেয়ারম্যান মো. আব্দুল গফুর জানান, আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কণ্যা জননেত্রী শেখ হাসিনার দিক নির্দেশনা অনুযায়ী আমার পরিষদে উন্নয়ন কার্যক্রম করে যাচ্ছি। এলাকার মানুষ আমার উন্নয়নে খুশি হয়ে
আমাকে ৪বার চেয়ারম্যান নির্বাচিত করেছেন। আমি তাদের কাছে আন্তরিকভাবে
কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার পরিষদের উন্নয়নে সন্তোষ প্রকাশ করে আমাকে
পাবনা জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত করা হয়। আমি মনে করি এ কৃতিত্ব শুধু আমার একার নয়, আমার প্রাণপ্রিয় পরিষদের সাধারণ খেটে খাওয়া মানুষদের। এ গৌরবের ভাগিদার আমার প্রিয় কাউন্সিলরবৃন্দও। তারা আমার পাশে থেকে আমাকে
সার্বিক সহযোগিতা না করলে আমি কখনোই শ্রেষ্ঠ চেয়ারম্যান হতে পারতাম
না। আমি সাধারণ মানুষ এবং পরিষদের কাউন্সিলরবৃন্দ সবাইকে স্যালুট জানাই।
চেয়ারম্যান মো. আব্দুল গফুর আরও জানান, আমার উন্নয়নে ইর্ষান্বিত হয়ে 00কতিপয় বিএনপি ও জামায়াত পন্থীদের প্রতিষ্ঠা করার জন্য আওয়ামীলীগের কিছু
অতি উৎসাহী ও হাইব্রিড স্থানীয় নেতা কর্মিরা আগামী নির্বাচনে আমার
ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য পরিকল্পিতভাবে এ ধরনের অপপ্রচার চালাচ্ছে। এদের
বিষয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানাই। অন্যথায় আজ আমার ভাবমূর্তি
নষ্ট করছে, আগামীকাল আপনিও তাদের স্বীকার হতে পারেন।
দেশব্যাপী পাবনার সাংবাদিকবৃন্দের সুনাম দীর্ঘদিনের। আমি সাংবাদিক ভাইদের
বিনয়ী অনুরোধ জানাবো, আপনাদের সেই সুনাম অক্ষুন্ন রেখে কোন
ফেউজবুক তথ্য যাচাই বাছাই না করে প্রকৃত ঘটনা অবগত না হয়ে নিউজ
প্রকাশ না করতে। আমার এলাকার সাধারণ খেটে খাওয়া মানুষ কাছে গিয়ে প্রকৃত তথ্য সংগ্রহ করে নিউজ প্রকাশ করতে আপনাদের বিনয়ী অনুরোধ জানাই।