কাল বৈশাখী ঝড় ও অব্যাহত বৃষ্টি বাদলের কারণে পাঁকা ধান নিয়ে বিপাকে পড়েছে প্রান্তিক কৃষকরা।করোনা ভাইরাসের প্রভাবে ধান কাটা শ্রমিক ও কৃষকের আর্থিক সংকটের কারণের অসহায় এক কৃষকের বৃষ্টির পানিতে ডুবে যাওয়া বিলের ধান কেটে বাড়ি পৌঁছে দিয়ে মারাই করে দেন সুন্দরগঞ্জ উপজেলা ছাত্রলীগ। জানা গেছে, গতকাল বৃহস্পতিবার গাইবান্ধা জেলা ছাত্রলীগ এর সাধারণ সম্পাদক মো: মোসাদ্দেক হোসেন মামুনের নির্দেশে, সুন্দরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো: রুহুল আমিন প্রামানিকের নেতৃত্বে দহবন্দ ইউনিয়নের জরমনদী গ্রামের কৃষক পরিমল চন্দ্র প্রামানিক এর (খলশে গারির) বিলে বৃষ্টির পানিতে ডুবে যাওয়া ২৮ শতাংশ জমির ধান কেটে বাড়ি পৌঁছে দিয়ে মারাই করে দেন উপজেলা ছাত্রলীগ ১২-১৪ জন নেতাকর্মী ৷ এ সময় উপস্থিত ছিলেন, ছাত্রলীগ নেতা সাগর মন্ডল, আল-আমিন, মাসুদ মিয়া, নিজাম প্রামানিক প্রমূখ ৷ উপজেলা ছাত্রলীগ এর সহ-সভাপতি রুহুল আমিন প্রামানিক জানান, মহামারি করোনা ভাইরাসের কারণে সমগ্র বাংলাদেশে ধান কাটা শ্রমিকের চরম সংকট পড়ে যায় ৷ এই চরম সংকটের মাঝে প্রথম কৃষকের পাশে দাঁড়ান বাংলাদেশ ছাত্রলীগ ৷ ছাত্রলীগ নেতাকর্মীরা স্বেচ্ছায় কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিয়ে মারাই করে দিচ্ছেন ৷তিনি আর জানান, গাইবান্ধা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন মামুনের দিক নির্দেশনায় আমাদের এই ধান কাটা কর্মসূচী চলছে ও অব্যাহত থাকবে