প্রাণঘাতী করোনা ভাইরাসে ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬ হাজার ৯৭৭ জন আক্রান্ত হয়েছে। যা দেশটিতে একদিনে এখন পর্যন্ত সর্বোচ্চ। এনিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১ লাখ ৩৮ হাজার ৯১৭ জনে। বর্তমানে বিশ্বে আক্রান্তের সংখ্যার তালিকায় দশে অবস্থান করছে ভারত।
এছাড়া গত একদিনে দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে ১৫৪ জনের। মোট মৃত্যু দাঁড়ালো ৪ হাজার ২৪ জনে।
চতুর্থ দফায় দেশটি লকডাউন বাড়ালেও বিভিন্ন রাজ্যেই তা শিথিল ঘোষণা করেছে। এরপর থেকে দেশটিতে প্রতিনিয়ত হু হু করে বাড়ছে করোনা আক্রান্ত।
গত সোমবার দেশটিতে করোনা শনাক্ত হয় ৫ হাজার ২৪২ জন, বুধবার ৫ হাজার ৬১১ জন্ম শুক্রবার ৬ হাজার ৮৮ জন এবং শনিবার ৬ হাজার ৬৫৪ জন, রবিবার আরও বেড়ে ৬ হাজার ৭৬৭ জন। এরপর আজ সোমবার নতুন করে সর্বোচ্চ আক্রান্তের খবর পাওয়া গেল।
ভারতে করোনায় আক্রান্তের শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। শুধু এই রাজ্যটিতে আক্রান্ত ৫০ হাজার ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ১৬শ’। এর পরেই তামিল নাড়ু, গুজরাট ও দিল্লির অবস্থান। এনডিটিভি।