ঈশ্বরদীতে জেলা পরিষদের ত্রাণ বিতরণ ডিলু ভাই ছিলেন ঈশ্বরদীর মানুষের প্রাণ ……পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান।

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
ঈশ্বরদীতে ত্রাণ বিতরণের সময় পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল সদ্য প্রায়াত জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপিকে বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন ডিলু ভাই ছিলেন ‘ডিলু ভাই ছিলেন ঈশ্বরদী ও আটঘোরিয়ার মানুষের প্রাণ। জীবিত থাকলে আজ তিনি আজ নিজ হাতে এই ত্রাণ বিতরণ করতেন।’ করোনা পরিস্থিতি নিয়ে সম্প্রতি পাবনা জেলার সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্সের কথা উল্লেখ করে বলেন, ‘কনফারেন্সে ডিলু ভাইয়ের কথা স্মরণ করে মাননীয় প্রধানমন্ত্রীর চোখ অশ্রুসিক্ত হয়েছিল।’
শুক্রবার সকালে ঈশ্বরদী ডাকবাংলো মাঠে পাবনা জেলা পরিষদের উদ্যোগে ঈশ্বরদীর অসহায় ও নিম্নআয়ের ছয় শতাধিক মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা নূরুজ্জামান বিশ্বাস, পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, উপজেলা নির্বাহী অফিসার শিহাব রায়হান, পাবনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বশির আহমেদ বকুল, ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি, প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল বাতেন প্রমূখ।
সঞ্চালনা করেন, জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম বাবু মন্ডল ও শফিউল আলম বিশ্বাস।   ##