দৃষ্টিনন্দন সিলেট বাস টার্মিনাল চলতি বছরে উদ্বোধন

সিলেট প্রতিনিধি : বিশ্ব ব্যাংকের অর্থায়নে সিলেটে নির্মিত হতে যাচ্ছে বাংলাদেশের সবচেয়ে দৃষ্টিনন্দন বাস টার্মিনাল। গত বছর ফেব্রুয়ারিতে শুরু হওয়া এর কাজ এখন শেষ পর্যায়।
সরজমিনে গিয়ে দেখা যায় ইতিমধ্যে প্রায় ৮০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। এ টার্মিনালের
মাধ্যমেই সিলেটের সঙ্গে সারা দেশের বাস যোগাযোগ।
সিসিক সুত্রে জানাযায়, গত বছরের কদমতলী বাস টার্মিনাল আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়।
প্রকল্পের জন্য প্রক্রিয়া সম্পন্ন করতে যায় কয়েক মাস। এরপর বিশ্বব্যাংকের একটি প্রতিনিধি দলের
সঙ্গে বৈঠক করেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। তারা অর্থের জোগান দিতে রাজি হয়।
তারপর বিশ্বব্যাংকের প্রতিনিধি দল কদমতলী বাস টার্মিনাল পরিদর্শন করে দ্রুত কাজ শুরুর পরামর্শ
দেয়। ২০১৯ সালের ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে টার্মিনাল আধুনিকায়নের কাজ। দুটি পর্যায়ে
বাস টার্মিনালটি আধুনিকায়ন হবে। এর একটি ডাম্পিং গ্রাউন্ড নির্মাণ, অপরটি
অবকাঠামোগত উন্নয়ন। ডাম্পিং গ্রাউন্ডে ৫৬ কোটি টাকা এবং অবকাঠামোগত খাতে ৬১
কোটি টাকা ব্যয় হচ্ছে। এর মাধ্যমে যাত্রীদের বিশ্রামাগার, টয়লেট, বিশুদ্ধ পানি, আইনশৃঙ্খলা
বাহিনীর সদস্যদের কক্ষ নির্মাণ করা হবে। সব ময়লা-আবর্জনা যাবে ডাম্পিং গ্রাউন্ডে।
জানা যায়, প্রায় সাড়ে ৭ একর জমিতে নির্মিত দক্ষিণ সুরমার কদমতলী বাস টার্মিনাল থেকে
প্রতিদিন কয়েকশ দূরাপাল্লার বাস এবং অভ্যন্তরীণ সড়কে প্রায় হাজার খানেক বাস চলাচল করে।
দিনভর যাত্রীদের পদচারণায় মুখর থাকে এ টার্মিনাল। এই টার্মিনালে যাত্রীদের বসার জায়গা,
শৌচাগার সহ ন্যুনতম কোন যাত্রী সেবা ছিলনা। চরম ভুগান্তিতে পড়তেন যাত্রীরা। তাই দীর্ঘদিন
ধরে টার্মিনালটি আধুনিকায়নের দাবি জানিয়ে আসছিলেন যাত্রীরা।
এ ব্যাপারে সিলেট সিটি কর্পোরেশন নির্বাহী প্রকৌশলী আলী আকবর জানান,গত বছর সিলেট
সিটি কর্পোরেশন এ টার্মিনালকে আধুনিকায়ন করতে বিশ্বব্যাংকের অর্থায়নে ১১৭ কোটি
টাকার প্রকল্প হাতে নেয়। নির্মাণ কাজ চলতি বছরের জুনে শেষ হওয়ার কথা। এ বছরেই
টার্মিনালটি ব্যবহারের জন্য খুলে দেওয়া হবে ।