তাড়াশে ২জন করোনা রোগী শনাক্ত!! ৪ বাড়ি লকডাউন

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশে প্রথমবারের মত ২জন করোনা ভাইরাস (কোভিড-১৯) পজেটিভ রোগী শনাক্ত হয়েছে। এ ঘটনায় ৪ বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার সকাল ১১ টার দিকে তাড়াশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জামাল মিয়া শোভন ২ জনের করোনা পজিটিভ খবরটি  নিশ্চিত করেছেন। তাড়াশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা জানান, বগুড়ায় পাঠানো নমুনার মধ্যে উপজেলার মাধাইনগর ইউনিয়নের কাস্তা গ্রামের বেলাল হোসেনের ছেলে ফিরোজ মাহমুদ (২৮) ও তালম ইউনিয়নের চৌড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে মো: রাসেল রানা (২৬) । করোনা আক্রান্ত রোগীরা কি অবস্থায় আছেন তা জানতে দ্রুততার সাথে তাদের বাড়িতে মেডিকেল টিম পাঠানো হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা। উল্লেখ্যঃ ফিরোজ মাহমুদ ঢাকায় একটি বেসরকারী কোম্পানিতে চাকুরী করত এবং রাসেল রানা বগুড়ার শেরপুরে  একটি বেসরকারী হাসপাতালে ল্যাব সহকারী হিসেবে কর্মরত ছিল। খবর পেয়ে তাড়াশ স্বাস্থ্য কমপ্লেক্্েরর কর্মীরা, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তাড়াশ সহকারি কমিশনার (ভূমি) ওবায়দুল্লাহ, তাড়াশ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার বাড়িসহ আশে পাশের চার বাড়ি লকডাউন করে এবং সে যে সকল লোকের সংস্পর্শে এসেছিলেন তাদের নমূনা সংগ্রহ করা হয়েছে।