চাটমোহর সরকারি পাইলট স্কুলের এসএসসি-২০১০ ব্যাচের উদ্যোগে অসহায় মানুষের হাতে তুলেদিলেন ঈদ সামগ্রী

পাবনার চাটমোহর উপজেলার বিভিন্ন গ্রামে বাড়ি হলেও সবাই একে অপরের ভালো বন্ধু। করোনা ভাইরাস কোভিড-১৯ এর দূর্যোগের মাঝে বন্ধুরা মিলে দাঁড়িয়েছেন কর্মহীন অসহায় মানুষের পাশে। নিজেদের হাত খরচের টাকা দিয়ে অসহায় মানুষের হাতে তুলে দিলেন ঈদ সামগ্রী। তারা সবাই চাটমোহর আরসিএন এন্ড বিএসএন সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ২০১০ সালে এসএসসি’র ছাত্র ছিলেন।

এসব তরুণরা নিজেদের হাত খরচের টাকা দিয়ে ঈদ সামগ্রী নিয়ে মানুষকে সহযোগিতা করার উদার মানসিকতাকে সাধুবাদ জানিয়েছেন বিভিন্ন এলাকার সচেতন মহল।

১৯ মে মঙ্গলবার দুপুরের দিকে বন্ধুরা একত্রে উপস্থিত হয়ে চাটমোহর পৌরসদরের বিভিন্ন ওয়ার্ডসহ বোঁথড়, জাবরকোল, গ্রামে ঈদ সামগ্রী বিতরণ করেন তারা। এরপর উপজেলার শাহাপুর, রেলবাজার, হরিপুর, গ্রামে ঘুরে ঘুরে বেশকিছু অসহায় মানুষের বাড়িতে পৌঁছে দেন ঈদ সামগ্রী। ঈদ সামগ্রীর মধ্যে ছিল চাউল ৫ কেজি, তেল ৫০০ গ্রাম, ডাউল ১ কেজি, আলু ২ কেজি, চিনি ৫০০ গ্রাম, সেমাই ১ প্যাকেট। সবমিলিয়ে ৩০টি পরিবারের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

এ বিষয়ে উদ্যোক্তা জাহিদ হাসান জুয়েল বলেন, বর্তমানে দেশে করোনা পরিস্থিতি ক্রমশ অবণতি হওয়ায় মানুষ কর্মহীন হয়ে পড়েছে। অনেকের ঘরে খাবার নেই কিন্তু সে মানুষটি মুখ ফুটে বলতে পারছে না। আমরা সে সকল মানুষদের খুঁজে ঈদ সামগ্রী বিতরন করছি। আমরা ২০১০ এসএসসি ব্যাচের বন্ধুরা মিলে এই উদ্যোগ নিয়ে সেটা বাস্তবায়ন করা শুরু করলাম। মানুষের দূর্দিনে পাশে থাকার এই সামান্য চেষ্টা টুকু আমরা বন্ধু সার্কেল ব্যাচের সদস্যরা করবো বলে আশাবাদ ব্যক্ত করছি।