পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি বলেছেন- বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন উন্নয়নের মহাসড়কে ঠিক সেই সময় সারাবিশ্ব করোনা ভাইরাসে আক্রান্ত। করোনা ভাইরাস মোকাবেলায় শেখ হাসিনার সরকার নানা পদক্ষেপ নিয়েছে। কোন মানুষ যাতে কষ্ঠে না থাকে সে জন্য ব্যাপক কর্মসুচী নিয়েছে সরকার। সরকারের পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে নির্দেশ দিয়েছেন কর্মহীন , অসহায়, দরিদ্র মানুষের পাশে দাড়ানোর জন্য। নিজেদেরকেউ সচেতন হতে হবে। এই ভাইরাস কাউকে ছাড়ে না। নিজে বাচলে বাপের নাম। নিজে বাচুন অপরকে বাঁচান। শেখ হাসিনা গরীবের বন্ধু সেটা আজ প্রমাণিত। এ রকম জনবান্ধব প্রধানমন্ত্রী ইতিহাসে বিরল।
বৃহস্পতিবার পাবনা সরকারি টেকনিকেল স্কুল এন্ড কলেজে রামচন্দ্রপুর ও ঘোষপুর এলাকার যুব সমাজের আয়োজনে অসহায় শ্রমজীবি কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন- পাবনা সরকারি টেকনিকেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ইঞ্জি. মো. জমিদার রহমান, পাবনা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাজাহান মামুন, আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান রকি, শেখ রাসেল আলী মাসুদ, রেজাউল করিম রেজা, দুলাল প্রমূখ।