লালপুর (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের লালপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ়্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ফেব্রুয়ারি) সকালে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে র্যালিটি লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় থেকে শুরু হয়ে লালপুরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয়ে চত্বরে শহিদ মিনারে শহিদের স্বরণে পুস্পস্তবক অপর্ন করেন বিএনপির মানবধিকার কমিটির সদস্য ও নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ্যাড. ফারজানা শারমিন পুতুলসহ দলের নেতাকর্মীরা।
এসময় পুতুল বলেন আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে দেশের প্রত্যেক জনগণ বলতে পারবে এটা আমার বাংলাদেশ। বহু বছর আমরা এমনভাবে কোন র্যালি করতে পারি নাই, আমাদেরকে বাধা দেওয়া হয়েছে। ১৯৫২, ১৯৭১ কাহারো পৈত্তিক সম্পত্তি ছিল না, কিন্তু বানানো হয়েছিল। তিনি আরো বলেন দেশের প্রত্যেকটি মানুষ যেনো বলতে পারে ১৯৫২, ১৯৭১, ১৯৯০ ও ২০২৪ আমার। সেই লক্ষ বাস্তবায়নের জন্য বিএনপি কাজ করে যাচ্ছে।
পুতুল আরো বলেন লালপুর বাগাতিপাড়ার মানুষের জন্য কাজ করতে চাই। আপনাদের সন্তান ফজলুর রহমান পটল লালপুর বাগাতিপাড়ার উন্নায়নে কাজ করেছেন। সেই উন্নায়নের ধারাকে বিগত সরকারের সময় ব্যাহত করা হয়েছে। আমি তার (ফজলুর রহমান পটল) সেই উন্নায়নের ধারাকে অব্যাহত করার জন্য কাজ করে যাচ্ছি। আমি শতভাগ আশাবাদী দল আমার প্রতি আস্থা রাখবে এবং আগামী সংসদ নির্বাচনে মনোনয়ন দিবে। আমি বিশ্বাস করি সেই শক্তিটুকু ইতিমধ্যে লালপুর বাগাতিপাড়ার মানুষ আমাকে দিয়েছে।
পরে তিনি লালপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স পরিদর্শন করেন ও হাসাপাতালে কর্তব্যরত ডাক্তার, নার্স ও ভর্তিকৃত রোগীদের খোজ খবর নেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনর রশীদ পাপ্পু, লালপুর উপজেলা বিএনপির মহিলা দলের সাবেক সভাপতি ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার পারুল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বিলমড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিদ্দিক আলী মিষ্টু, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও পৌর সভার মেয়র নজরুল ইসলাম মোলাম, উপজেলা যুবদলের সভাপতি আব্দুস সালাম, লালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণত সম্পাদক রবিউল ইসলাম, লালপুর থানা জাসাসের সভাপতি সামসুল হক আলো, যুবদল নেতা সাকিবুল আলম সুলভ, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক রায়হান কবির সুইট, যুগ্ম আহ্বায়ক এনামুল হক কালুসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা
