মোঃ নূরুল ইসলাম, চাটমোহর (পাবনা) সংবাদদাতা
“তারুণ্যের অংশগ্রহণ খেলাধূলার মানোন্নয়ন” এ প্রতিপাদ্যে পাবনার চাটমোহরে পালিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস।
রবিবার (৬ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের আযোজনে একটি র্যালী বের হয়। র্যালীটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
এসময় সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান শাকিল, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল. দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এস এম মিজানুর রহমান, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক ও ক্রীড়া সংগঠণ তৌহিদুল ইসলাম তাইজুল, ক্রীড়াবিদ আঃ বারি
গুরু, বিএনপি নেতা এ এম জাকারিয়া, প্রেসক্লাবের সা. সম্পাদক এস এম মাসুদ রানাসহ সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক উপস্থিত ছিলেন।