সুন্নাত টুপি ও পাঞ্জাবীকে ইহুদীদের সাথে তুলনা আইনি পদক্ষেপ না নিলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি : জেলা প্রশাসক বরাবর স্বারকলিপি প্রদান

মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ
মৌলভীবাজার শহরের জৈনক আব্দুল মাওফিক চৌধুরী কর্তৃক অজ্ঞতা, বেয়াদবীমূলক ও কটুক্তিপূর্ণ চ্যালেঞ্জ এবং প্রশাসনের বিগত নিষেধাজ্ঞা অমান্য করে সংখ্যাগরিষ্ট মুসলমানদের ঐকমত্যের বিরুদ্ধে অবস্থান নিয়ে এ বছর রোযা ও ঈদ উদযাপন এবং প্রিয় নবী হযরত মুহাম্মদ (স:)-এর সুন্নাতী জামা ও টুপি নিয়ে পবিত্র ইসলাম ধর্ম ও সুন্নাগহ বিরোধী বক্তব্যের প্রতিবাদ জানিয়ে মৌলভীবাজার জেলা প্রশাসক বরাবর স্বারকলিপি প্রদান করেছেন সর্বদলীয় ইসলামী সংগ্রাম পরিষদ, মৌলভীবাজার। রোববার ৬ এপ্রিল দুপুরে জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন এর কাছে ১ দফা দাবী- ৪৮ ঘন্টার মধ্যে আব্দুল মাওফিক চৌধুরীসহ জড়িত অন্যান্যদের আইনের আনার দাবীতে স্বারকলিপি প্রদান করেন।জেলা প্রশাসক উক্ত স্বারকলিপি গ্রহন করে দ্রুত তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের আশ্রাস প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন-সর্বদলীয় ইসলামী সংগ্রাম পরিষদ, মৌলভীবাজার এর আহবায়ক মাও: আহমদ বিলাল, সদস্য সচিব হাফিয মাও: আলাউর রহমান টিপু। যুগ্ন আহবায়ক মুফতি হাবিবুর রহমান, মাও: বশির আহমদ, মুফতি হিফজুর রহমান ফুয়াদ,যুগ্ন সদস্য সচিব-মাও: এহসানুল হক যাকারিয়া, শেখ মুহাম্মাদ শাহ্ আলম, হাসান আহমদ চৌধুরী, এম মুহিবুর রহমান, শাহ মিসবাহ, মাও. মুজাহিদুল ইসলাম ফারুকী, সদস্য- আলী রাব্বি রতন, হাফিজ নুর উদ্দিন জসিম, মোঃ আব্দুল মুনিব ইমন, মাওলানা আঃ বারী খোবায়েব, জাকারিয়া হোসাইন ইমন, শাহ উসমান জাকি, হাফিয সাদ বিন জামিল। উপদেষ্টা মন্ডলীর মধ্যে উপস্থিত ছিলেন- মুফতি মাও: শামছুল ইসলাম, মুফতি শামসুজ্জোহা, মাও: নূরে আলম হামিদী, অধ্যক্ষ মাও: মো. আব্দুস সবুর, হাফিয মাও: জামিল আহমদ আনসারী, মাও: শফিকুর রহমান, মাও: মহিবুর রহমান, মাও: শামসুল ইসলাম, মাও: শেখ আব্দুল হক, মাও: আব্দুল আলিম, সৈয়দ ইউনুস আলী, মাও: কামরুজ্জামান, মাও: সৈয়দ মুহিত উদ্দিন, মাও: জুনায়েদ আহমদ, হাফিয শামীম আহমদ, মাও: আজমান আলী, হাফেজ আসাদ আহমদ চৌধুরী, সৈয়দ মাজদুদ আহমদ রাফিদ, কাজী মো: আব্দুর রহিম মজুমদার, হাফেজ মাও: এনামুল হক, মাও: ফখরুল ইসলাম, মাও: সাদ আমিন, আলহাজ্ব মোয়াজ্জেম হোসেন মাতুক, আলহাজ্ব আয়াজ আহমদ।