কলমাকান্দায় বিএনপি নেতা লিটনকে সাময়িক অব্যাহতি

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সামাজিক বিশৃঙ্খলা এবং নৈতিক অবক্ষয় জণিত অভিযোগে নেত্রকোনার কলমাকান্দায় বিএনপি নেতা মো. আওলাদুল ইসলাম লিটনকে সাময়িক অব্যাহতি দিয়েছে বিএনপি। রোববার কলমাকান্দা উপজেলা বিএনপির আহ্বায়ক এম. এ খায়ের তাকে সাময়িক অব্যাহতি প্রদান করেন। মো. আওলাদুল ইসলাম লিটন কলমাকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্বে ছিলেন।

স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা গেছে, আওলাদুল ইসলাম লিটন এলাকায় চাঁদাবাজি, মাদক সেবন ও সাধারণ জনগনের সাথে অসদাচরণ করে আসছিল। আর এ বিষয়টি প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় আওলাদুল ইসলাম লিটনকে দলীয় পদ, প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে সাময়িক অব্যাহতি প্রদান করা হয়েছে।

অব্যাহতিপ্রাপ্ত বিএনপির সাবেক নেতা আওলাদুল ইসলাম লিটনের মুঠোফোনে কল করলে তা বন্ধ পাওয়ায় এই অভিযোগের বিষয়ে তার বক্তব্য জানা যায়নি।