কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার ছয়টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র পবিত্র ঈদুল ফিতরের ছুটিতেও স্বাস্থ্যসেবা চালু রয়েছে। পরিবার পরিকল্পনা, প্রসবপূর্ব ও প্রসবোত্তর সেবা, প্রসবকালীন স্বাস্থ্যসেবা, শিশু-বয়স্ক, কিশোর-কিশোরী স্বাস্থ্যসেবা এবং ২৪ ঘণ্টার প্রসবসেবা স্বাভাবিকভাবে চলেছে।
রোববার সকালে ঈদ ছুটি কালীন সেবা দানের বিষয়টির সত্যতা নিশ্চিত করে পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসার ডা. বিজয় প্রকাশ বিশ^াস বলেন, এ বছর ঈদের ছুটিতে দুইশতাধিক রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে এবং পাঁচজন জন প্রসূতির স্বাভাবিক প্রসব সম্পন্ন হয়েছে। বর্তমানে মা ও শিশু সবাই সুস্থ আছেন।
উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ সূত্রে জানা গেছে, ঈদের ছুটির মধ্যেও রংছাতি ও নাজিরপুর এই দুইটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রে মোট পাঁচটি স্বাভাবিক ডেলিভারি সম্পন্ন হয়েছে। সেবা নেওয়া প্রসুতিরা হলেন, শামছুন্নাহার খাতুন, মাহফুজা আক্তার, বিউটি আক্তার, রিয়া আক্তার ও তাসলিমা আক্তার। এ ছাড়াও উপজেলার ছয়টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রে দুইশতাধিক রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেছেন।
রংছাতি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রের পরিবার কল্যাণ সহকারি শিরিনা আক্তার বলেন, ঈদের দুই দিন আগে রংছাতি ইউনিয়নের বানাইকোনা গ্রামের আব্দুর রহিম প্রসবব্যাথা নিয়ে তার স্ত্রী আজিদা খাতুনকে পরিবারকল্যাণ কেন্দ্রে নিয়ে আসেন। পরে আমি ও উপসহকারী মেডিকেল অফিসার অলক কুমার সিংহ মিলে স্বাভাবিক ডেলিভারির মাধ্যমে প্রসূতির প্রসব সম্পন্ন করি। বর্তমানে আজিদা ও তার কণ্যা দুইজনেই ভালো আছেন।
রহিমপুর গ্রামের সবুজ মিয়া বলেন, ঈদের দিন সন্ধ্যায় আমার স্ত্রীর প্রসবব্যাথা শুরু হলে তাৎক্ষণিক তাকে নাজিরপুর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাই। সেখানে স্বাভাবিক ডেলিভারির মাধ্যমে আমি পুত্র সন্তানের পিতা হই। বর্তমানে আমার স্ত্রী সামছুন্নাহার ও শিশু সন্তান সাবাই ভালো আছে। ঈদের বন্ধের মধ্যেও চিকিৎসা সেবা দেওয়ায় সবার প্রতি তিনি কৃতজ্ঞতা জানান।