নাটোর প্রতিনিধি
গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসন, নারী-শিশুসহ হাজারো নিরীহ মানুষের হত্যা এবং মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে নাটোরে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।রোববার (৬ এপ্রিল) সন্ধ্যায় নাটোর স্বার্থ রক্ষা কমিটির উদ্যোগে এ মশাল মিছিল বের করা হয়। নাটোর প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি পুনরায় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে বক্তারা ইসরায়েলের আগ্রাসনের তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে গণহত্যা বন্ধের দাবি জানান। নাটোর স্বার্থ রক্ষা কমিটির সদস্য সচিব শেখ রিফাদ মাহমুদ বলেন, গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন, শিশু ও নারীদের নির্বিচারে হত্যা, হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস এই সবই এক নির্মম গণহত্যার বাস্তবচিত্র। বিশ্বের বিবেকবান মানুষ আজ গর্জে উঠেছে, সোচ্চার হয়েছে সে তাড়না থেকেই আমরা নেমেছি।
এ সময় আরও উপস্থিত ছিলেন নাটোর স্বার্থ রক্ষা কমিটির রাহীক খান চৌধুরী, সানি উল ইসলাম, ইফতেখার সরকার শাওন, নাহিদ আহমেদ সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও ইসলামী আন্দোলন, খেলাফতে মজলিস, হেফাজতে ইসলাম’র কর্মীরাও উপস্থিত ছিলেন।#