বড়াইগ্রামে পুকুরে বিষ দিয়ে ১২ লাখ টাকার মাছ নিধন


নাটোরের বড়াইগ্রামের মৌখাড়া এলাকায় একটি পুকুরে বিষ প্রয়োগে কমপক্ষে ১২ লাখ টাকা মুল্যের মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতের যে কোন সময় এ ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার মৌখাড়া গ্রামের আনিসুর, ইউনুস, সবুজ ও হুরমত আলী যৌথভাবে একই এলাকার রইসউদ্দিনের পাঁচ বিঘা জলকরের একটি পুকুর লিজ নিয়ে মাছ চাষ করেন। বুধবার ভোরে ইউনুস আলী পুকুরে এসে শ’ শ’ মাছ মরে ভেসে থাকতে দেখেন। এ সময় পুকুরের পাড়ে একাধিক জায়গায় ইঁদুর মারার বিষাক্ত ট্যাবলেট ও কভার পড়ে থাকতে দেখা যায়। মঙ্গলবারের রাতের যে কোন সময় শত্রুতাঃবশত কে বা কারা এসব বিষাক্ত ট্যাবলেট প্রয়োগ করায় রুই, কাতলা, মৃগেলসহ দেশীয় প্রজাতির কৈ, পুঁটিসহ পুকুরের সব মাছ মরে গেছে বলে তিনি দাবী করেন। এ ঘটনায় তাদের কমপক্ষে ১২ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
এ ব্যাপারে বড়াইগ্রাম পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর ফজলুল হক ফজের ঘটনাস্থল পরিদর্শন করে জানান, এটি খুবই ন্যাক্কারজনক কাজ হয়েছে। এ ঘটনায় যারাই জড়িত তাদের দৃষ্টান্তমুলক বিচার হওয়া দরকার।