পাবনায় করোনা ভাইরাস সঙ্কটময় পরিস্থিতির কারণে মটর শ্রমিকদের মাঝে চাল ও খাদ্য সামগ্রী বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে।শনিবার (১১’ এপ্রিল) দুপুর ১২টায় পাবনা শহরের নবাব সিরাজউদ্দোলা সড়কের জেলা মটর শ্রমিক ইউনিয়নের সামনে ভুক্তভোগী অসহায় শ্রমিকরা সমবেত হয়ে ক্ষোভে ফেটে পড়েন। শ্রমিকরা অভাবের তাড়নায় জেলা শ্রমিক ইউনিয়ন অফিসের গেট খুলে ভিতরে প্রবেশ করেন। তারা জানান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনায় কর্মহীন শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বরাদ্দ দিলেও স্থানীয় দায়িত্ব প্রাপ্তদের বিতরণে অনিয়মের কারণে আমরা সেগুলো পাচ্ছি না। খাদ্যাভাবে পরিবারের সদস্যদের নিয়ে মানবেতর জীবন জাপন করছি। করোনায় আক্তান্ত হয়ে না মরলেও, এভাবে চলতে থাকলে খাবারের অভাবে তার আগেই আমাদের না খেয়ে মরতে হবে।
মটর শ্রমিক ইউনিয়ের ড্রাইভার শাকিল, মটর শ্রমিক আব্দুল মমিনসহ উপস্থিত শ্রমিকরা সাংবাদিকদের মাধ্যমে সরকার তথা যথাযথ কর্তৃপক্ষের কাছে সঙ্কট নিরসনে তাদের দুঃখ-দুদর্শার কথা তুলে ধরেন। এ সময় মটর শ্রমিক ইউনিয়নের সাবেক ৪বারের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম শ্রমিকদের দুঃখ কষ্ট কিছু না করতে পেরে ব্যথিত হন। শ্রমিকদের খাদ্য সামগ্রী না পাওয়ায় তীব্র নিন্দা জানান।