ইয়ানূর রহমান : যশোর শহরের লোহাপট্টিতে নকল হ্যান্ড স্যানিটাইজার তৈরির কারখানার সন্ধান পেয়েছে ভ্রাম্যমান আদালত। সেখানে অভিযান চালিয়ে ৬শ’ ৯০ বোতল হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ড ওয়াস উদ্ধার করে তা
ধ্বংসের নির্দেশ দিয়েছে।
এসময় ওই কারখানার মালিকের কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজুল হক ১১ এপ্রিল শনিবার দুপুরে এইঅভিযান পরিচালনা করেন।
যশোর সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইনসপেক্টর তুষার কুমার মন্ডল সাংবাদিকদের জানান, পুলিশ ফাঁড়ির এসআই শরিফুল ইসলামসহ তারা গোপনে জানতে পারেন, শহরের লোহাপট্টিতে তিষা ট্রেডিং কোং নামে
একটি কারখানায় নকল হ্যান্ড স্যানিটাইজার তৈরি করে তা বাজারজাত করা হচ্ছে। শনিবার (১১ এপ্রিল) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজুল হক জানান, অভিযানকালে, তিষা ট্রেডিং কোং নামের কারখানা থেকে নকল ৬শ’ ৩০ বোতল হ্যান্ড ওয়াস ও ১শ’ ৬০ বোতল হ্যান্ড স্যানিটাইজার ও ৬০ পিছ লেভেল
উদ্বার করা হয়। এসব সংরক্ষণ করে তা বাজারজাত করা হচ্ছে।
স্যানিটাইজার তৈরির জন্য তাদের বিএসটিআইয়ের অনুমোদন নেই।
ট্রেড মার্ক ও ট্রেড লাইসেন্স পর্যন্ত নেই। ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটির মালিক মোহাম্মদ আলী জিন্নাহকে, ভোক্তা অধিকার
সংরক্ষণ আইনের ৫২ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়। এসময় প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়। উদ্ধার করা অনুমোদনহীন, নকল স্যানিটাই