মধ্যনগর করোনা ভাইরাসের লকডাউন গৃহবন্দি দিনমুজোর মানুষেরা খাদ্য সংকটে পাচ্ছে না সরকারি খাদ্যসামগ্রী


সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার গ্রামগুলিতে দিনমুজোর মানুষেরা করোনার হুমকিতে ইনকাম বন্ধ পরেছে  খাদ্য সংকটে , পাচ্ছে না সরকারি খাদ্যসামগ্রী, এলাকার দিনমুজোর লুকজন দিন আনে দিন খায় এমন পরিবারগুলি সরকারের সুবিধা পাচ্ছে না বলে আলোচনার ঝড় উঠেছে , তাদেরকে দেখার মতো কেউ নেই, জনপ্রতিনিধিরা করছে স্বজনপ্রীতি, এনিয়ে এলাকায় ক্ষুভের সৃষ্টি হহয়েছে । জনমনে দেখা দিয়েছে উদ্ধিগ্ন উৎকণ্ঠা, বির্ত্তবানরা নিচ্ছে না অসহায় দরিদ্র পরিবারের খোজ খবর , সমাজের বুদ্ধি জীবী মহলের ধারনা করছে  তদারকির দায়ীত্ববানরা নিজের স্বার্থ হাসিল করতে  এধরনের অনিয়ম করছে , সঠিক বণ্টন কার্যকর করতে প্রশাসনিক টিম গঠন করে অসহায় দরিদ্র মানুষের তালিকা ভুক্ত করে তাদের হাতে সামগ্রী তুলে দিয়ে অসহায়দের সুবিধা নিশ্চিত করা সম্ভব বলে আলোচনায় প্রকাশ পেয়েছে । দেশেবিদেশে করোনা ভাইরাসের আক্রমনে লাখো লাখ মানুষ মৃত্যুর কবলে পরেছে । বাংলাদেশে করোনার আক্রমন প্রতিরোধে সকলকে ঘরে থাকতে প্রধান মন্ত্রী আদেশ দিয়ে লকডাউনের নিদ্ধেশ দেন। অনেকেই মানছে না লকডাউন, অযথা গোড়া গোড়ি করতে দেখা যায় গ্রামের লুকজনকে , দেশের সরকার দেশকে সুরক্ষিত রাখতে প্রত্যেক এলাকায় লকডাউন ঘোষণা দেওয়ার কারনে খেটে খাওয়া মানুষেরা এখন পরেছে বিপাকে, না খেয়ে দিন কটাচ্ছে অনকেই । সচেতনতার অভাবে ছড়াতে পারে মরন ব্যধি ভয়াবহ করোনাভাইরাস, গরিব অসহায়দের সচেতন হওয়ার সুযোগ করে দেওয়ার জন্য পাশে দারাতে হবে এলাকার বির্ত্তবানশালিরা, এখন পর্যন্ত এলাকার বির্ত্তবানরা অসহায়দের পাশে দারাতে দেখা যায়নি , দেশকে ও নিজেকে সুরক্ষিত রাখতে ধনী বির্ত্তবানরা  গ্রামের দরিদ্র মানুষের দিকে সাহার্য্যর হাত বাড়ানো প্রোয়জন,সরকার সুধু হাট বাজারে লকডাউন দেয়েছেন কিন্তু গ্রামগুলিতে চলছে অবহেলা সাথে মানছে না নিয়মাদি । ঘরে বসে থাকার কথা থাকলেও আইন ভেঙে জনগন রাখছেনা সামাজিক দূরত্ব, আইনশৃঙ্খলা বাহিনী গ্রামগুলিতে কুটুর  নজরদারী না করায়, গ্রামের মানুষেরা  সময় কাটাতে আড্ডাবাজীতে ও গল্প গুজবে মেতে উঠেছে। কুটুর হুশিয়ারির পরেও আমলে নিচ্ছে না গ্রামের মানুষেরা, বর্তমান প্রেক্ষাপটে করোনাভাইরাস  অত্যান্ত ঝুঁকিপূর্ণ, তাই জনগণ সচেতনার বৃদ্ধির লক্ষ্যে বার বার শতর্ক সংকেত দিলেও ঘরে রাখতে পারছে না পুলিশ প্রশাসন । সকলেই নিজ নিজ দায়ীত্বে অন্যকে সচেতনার সহিত সুরক্ষিত থাকতে পরামর্শ দেওয়া খুবেই জরুরী,