বগুড়ায় অসহায়দের মাঝে শাহ সুলতান গ্রুপের এমডি সোহাগের খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত

কোভিড-১৯ বা করোনাভাইরাস এর দরুণ সৃষ্ট প্রতিকূল পরিস্থিতি মোকাবেলায় বগুড়ায় মানবতার দূত হয়ে অসহায় ও দিনমজুর মানুষের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন শাহ সুলতান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তরুণ ব্যবসায়ী সোহানুর রহমান সোহাগ। বৃহস্পতিবার দুপুরে ২য় ধাপে পবিত্র শবে বরাতের দিনে শহরের রাজাবাজার সোহাগ ভান্ডারের ব্যবস্থাপনায় ভিড় এড়িয়ে বাজারে কাজ করা
প্রায় ৫ শতধিক দিনমজুর ও অসহায় মানুষের মাঝে পুরো সপ্তাহের খাবার পৌঁছে দিয়েছেন মানবিক এই ব্যক্তিত্ব। খাদ্যসামগ্রীস্বরুপ প্রতিটি পরিবারের জন্য
বিতরণ করা হয়েছে ৫কেজি চাল, ২ কেজি ডাল,২লিটার তেল, ২ কেজি লবন, ৩
কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, কাঁচা সবজি এবং সাবান। বিতরণকালে এসময় আফরিন সুলতানা রশ্নি, সাদিয়া আক্তার, সুবাইরা রহমান, শান্তনা বেগম সহ
পরিবারের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। বাংলাদেশে করোনাভাইরাসের
প্রাদুর্ভাব দেখার সাথে সাথেই শাহ সুলতান গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান মের্সাস সোহাগ ভান্ডার, আকবর এগ্রো অটো রাইসমিল লি. এবং সোহাগ ইকোনোমিক এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের মাধ্যমে বগুড়ায় নানামুখী কর্মকান্ড পরিচালনা করে আসছেন প্রতিষ্ঠানগুলোর কর্ণধার এই তরুণ ব্যবসায়ী।
ইতিমধ্যেই তার প্রতিষ্ঠানে কাজ করা ছোট-বড় প্রায় ১০ হাজার কর্মচারী ও শ্রমিকদের বেতন-ভাতা নিশ্চিত করেছেন তিনি। শুধু তাই নয় দেশের এই দুর্যোগে তাদের বাড়ি ভাড়া, চিকিৎসা এবং পরিবার নিয়ে ভাল থাকতে সার্বিক সুযোগ
সুবিধা প্রদান করেছেন যা সকল সামর্থ্যবান ব্যবসায়ীর কাছে হতে পারে বিশাল অনুপ্রেরণা। বগুড়া সদর, গাবতলী এবং শিবগঞ্জ এই ৩ উপজেলায় পর্যায়ক্রমে প্রায় ২ হাজার অসহায় মানুষকে দিয়েছেন খাদ্যসামগ্রী, স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী এবং নগদ অর্থ সহায়তা। করোনার কারণে সৃষ্ট এই প্রতিকূল পরিস্থিতি মোকাবেলার
বিষয়ে তরুণ সমাজসেবক সোহানুর রহমান সোহাগ জানান, জ্যামিতিকহারে বাংলাদেশে দিন দিন করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। সাধারণ মানুুষের ঘরে থাকা নিশ্চিতে সরকারের পাশাপাশি স্ব স্ব উদ্যোগে সকলের মানবিকভাবে এগিয়ে আসায় হবে এখন প্রকৃত দেশপ্রেমের উদাহরণ হবে। দেশের এই ক্রান্তিকালে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তার এই মানবিক কার্যক্রম ও খাদ্যসহায়তা প্রদান অব্যাহত খাকবে বলেও জানান মানবিক ব্যবসায়ী সোহাগ।