কলমাকান্দায় ঘরে না থাকায় ১০ শিক্ষার্থীকে অর্থদণ্ডের পরিবর্তে বইপড়া : ১১ যুবককে জরিমানা

নেত্রকোনার কলমাকান্দায় করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অহেতুক বাইরে ঘোরাফেরা করার দায়ে  ১০ শিক্ষার্থীকে অর্থদণ্ডের পরিবর্তে বইপড়া ও ১১ যুবককে অর্থদন্ড দিয়েছি ভ্রাম্যমাণ আদালত ।

বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত উপজেলার পৃথক পৃথক  স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ১০ শিক্ষার্থী সামাজিক দূরত্ব বজায় না রেখে উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে আড্ডা দেওয়ায় অর্থদণ্ডের পরিবর্তে বইপড়া ও উপজেলার সদরের বিভিন্ন সড়কে সরকারি নির্দেশনা অমান্য করে আড্ডা দেওয়ায় ১১ যুবককে ১ হাজার টাকা করে মোট ১১ হাজার টাকা জরিমানা আরোপ করে তা আদায় করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহেল রানা বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া  ১০ শিক্ষার্থীকে স্থানীয় বঙ্গবন্ধু পাঠাগার থেকে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বইসহ অন্যান্য বই দিয়ে তা নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে থেকে পড়ার নির্দেশনা দেয়া হয়েছে। তাছাড়া করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।