আটঘরিয়ায় করোনা আতঙ্কে হোম কোয়ারেন্টাইনে ১৭ জন

পাবনার আটঘরিয়ায় করোনা ভাইরাস আতঙ্কে বিদেশ ফেরত ১৭ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদের সবাই ইতালি, দক্ষিন কোরিয়া, দুবাই, সৌদি আরবসহ বিভিন্ন দেশ থেকে ফেরত আসা বাংলাদেশের নাগরিক।

আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্র এর স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. মো. রফিকুল হাসান জানান, আটঘরিয়া উপজেলায় বিদেশ ফেরত ১৭ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদের মধ্যে উপজেলার দেবোত্তর ইউনিয়নের পাটেশ্বর গ্রামের ওমর আলীর ছেলে আল-আমীনসহ ২জনের ১৪ দিনের হোম কোরেন্টাইন শেষে ঝুঁকিমুক্ত ঘোষনা করা হয়েছে। বাঁকী ১৫ জনকে হোম কোয়ারেন্টাইনে সতর্ক অবস্থানে রাকা হয়েছে। তিনি আরও জানান, আমরা অত্যান্ত সতর্ক অবস্থানে আছি। সার্বক্ষনিক তদারকির মধ্যে রাকা হয়েছে।

এবিষয়ে আটঘরিয়া থানার এসআই মো. শফিউল ইসলাম জানান, আটঘরিয়া উপজেলার বিভিন্ন গ্রামের করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য আটঘরিয়া উপজেলা পরিসদের চেয়ারম্যান মো. তানভীর ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোছা. ফুয়ারা খাতুন, আটঘরিয়া পৌরসভার মেয়রসহ সকল ইউনিয়নের চেয়ারম্যান সাংবাদিকবৃন্দ কাজ করছেন।