চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেখানে সেখানে ফেলা হচ্ছে ময়লা


সারা বিশে^ করোনা ভাইরাস যখন এক মহা আতংকের নামে পরিণত হয়েছে, প্রতিনিয়ত আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে এমন সময়েও পাবনার চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেখানে সেখানে ফেলা হচ্ছে ময়লা ও চিকিৎসা সরঞ্জামাদী।
১৯ মার্চ বৃহস্পতিবার এগারোটার দিকে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে চোখে পরে এমন দৃশ্য। মূল ভবনের পশ্চিম ও চিকিৎসকদের বাসভবনের দক্ষিণ পাশের পুকুর পাড়ে ফেলা হচ্ছে ময়লা সামগ্রী। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শোয়াইবুর রহমান জানান, চিকিৎসা সরঞ্জামাদী হাসপাতালের এক পাশে মাটিতে পুতে রাখা হচ্ছে। তবে অনেক রোগি পুকুর পাড়ে ময়লা আবর্জনা ফেলেন বলে জানান তিনি।