আন্ধার মানিক নদী খনন, অবৈধভাবে নদীর চর দখল বন্ধ, ভেরি বাঁধের সাথে সুইজগেট সংস্কার ও সকল খাস পুকুর গুলো খনন করে মিষ্টি পানি ধরে রাখার দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে নদী সুরক্ষা কমিটির আয়োজনে পানি জাদুঘর’র সহযোগিতায় কলাপাড়া প্রেসক্লাব’র সামনে আনন্তর্জাতিক নদী কর্মোদ্যোগ দিবস উৎযাপন ও মিষ্টিপানি সুরক্ষার জন্য অভিযান কর্মসূচীতে বক্তারা এ দাবি তুলে ধরেন। এ সময় বক্তব্য রাখেন, সংবাদকর্মী মেজবাহ উদ্দিন মান্নু, পানিজাদুঘরের সদস্য জয়নাল আবেদীন, লাইলি বেগম, সবিতা রানী, নীলগঞ্জ ইউনিয়ন নদী সুরক্ষা কমিটির সম্পাদক বাচ্চু ডাক্তার, পানি জাদুঘরের ফেলো লিপি মিত্র সহ অন্যান্যরা।