প্রতিকুলতার মধ্যেও বাউল শফি মন্ডলের গান শুনলেন দর্শকরা

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
প্রতিকুল আবহাওয়াকে উপেক্ষা করে নাটোরের গুরুদাসপুরে অনুষ্ঠিত হলো উপজেলা
তরিকায় আশেকান ও মানবকল্যাণ সংস্থার বাৎসরিক মহা সাধু সমাবেশ ও মরমী বাউল
সঙ্গীত। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ও উদ্বোধক বাউল জগতের দিকপাল বর্তমান সময়ের
বাউল স¤্রাট সুনামধন্য শিল্পী বাউল শফি মন্ডলের গান উপভোগ করলেন উপস্থিত ভক্ত
দর্শকবৃন্দ।
এর আগে দুই সপ্তাহজুড়ে চলে অনুষ্ঠানের প্রচারণা। এই অনুষ্ঠানকে ঘিরে সরকারি,
বেসরকারি, জেলা, উপজেলার রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকর্তাদের নামে করা
অতিথিদের পোষ্টার আর মাইকিংয়ে ছেয়ে যায় এলাকা। অনুষ্ঠানের একদিন আগে থেকেই
নানা রঙে সাজানো হয় গুরুদাসপুর পৌর সদরের বিলচলন শহীদ সামসুজ্জোহা সরকারি
কলেজ মাঠ। সুসজ্জিত প্যান্ডেলের সামনে বাড়তে থাকে স্থানীয় ও বহিরাগত বাউল শিল্পী-ভক্তদের আনাগনা।
বুধবার বিকেলে অনুষ্ঠান শুরুর আগেই আগমন ঘটে প্রধান আকর্ষণের। দিনটি তখনও
রোদ্রজ্জল। মাঠের চারপাশে বসে ছিল বিভিন্ন রকমের দোকানপাট। অনুষ্ঠান শুরু হবে এমন
সময় সাদা আকাশটা মেঘে ঢেকে যায়। গুরুদাসপুরে শুরু হয় ঝড়ো বাতাস আর বৃষ্টি।
ফলে স্থগিত হয়ে যায় মহা সাধু সমাবেশ। তবে হাল ছাড়েননি অনুষ্ঠানের আয়োজকরাও।
সন্ধ্যার পর ঝড় থেমে গেলেও টিপটিপ বৃষ্টি পড়তে থাকে। এরই মাঝে রাত সাড়ে ৮টায়
অনুষ্ঠানের পুনরাবৃত্তি ঘটান উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি মো. আলাল
শেখ। সমাবেশের সংক্ষিপ্ত আলোচনা শেষে স্থানীয় ও বহিরাগত শিল্পীদের নিয়ে শুরু করেন মরমী বাউল সঙ্গীতানুষ্ঠান। এসময় বর্তমান সময় উপযোগি বিভিন্ন গান গেয়ে
দর্শকদের মন জয় করেন স্থানীয় ও বহিরাগত বাউল শিল্পীরা। ধীরে ধীরে বাড়তে থাকে দর্শকদের ভীর।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীরমুক্তিযোদ্ধা, সাবেক সফল প্রতিমন্ত্রী, নাটোর
জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব অধ্যাপক মো. আব্দুল কুদ্দুস এমপি। বিশেষ
অতিথির তালিকায় ছিলেন জেলা প্রশাসক মো. শাহরিয়াজ, পুলিশ সুপার লিটন কুমার
সাহা, উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, পৌর মেয়র মো. শাহনেওয়াজ আলী,
ইউএনও মো. তমাল হোসেন, ওসি মোজাহারুল ইসলাম ও দিলীপ কুমারসহ স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।