নওগাঁ জেলায় ১৬৪৯টি সমিতির ৬৭ হাজার ৬শ ৭৫ পরিবারের মোট পুঁজির পরিমাণ ৭৭ কোটি ২৮ হাজার টাকা
নওগাঁ প্রতিনিধি : আমার বাড়ি আমার কামার প্রকল্পের আওতায় নওগাঁ জেলায় এ পর্যন্ত মোট ১ হাজার ৬শ ৪৯টি সমিটি গঠিত হয়েছে। এসব সমিতির মোট সদস্য সংক্যা ৬৭ হাজার ৬শ ৭৫ জন। প্রকল্পে সদস্যদের মোট সঞ্চিত অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ২২ কোটি ১২ লক্ষ ১২ হাজার টাকা। এই সঞ্চয়ের সাথে সরকার প্রদান করেছে ৫৪ কোটি ২১ লক্ষ ১৯ হাজার টাকা। সব মিলিয়ে নওগাঁ জেলায় এই প্রকল্পে মোট পুঁজির পরিমান হচ্ছে ৭৭ কোটি ২৮ লক্ষ ৩৩ হাজার টাকা।
আমার বাড়ি আমার কামার প্রকল্পের নওগাঁ জেলার সমন্বয়কারী পল্লব কুমার সরকার জানিয়েছেন প্রকল্পের এি তথ্য ২৫ ফেব্রæয়ারী’২০২০ তারিখ পর্যন্ত। বুধবার এই রিপোর্ট লেখার সময় সমিতি ও সমিতির সদস্য সংখ্যা, সদস্যদের মঞ্চয় এবং সরক্রা কর্ত্তৃক দেয় অর্থের পরিমাণ বৃদ্ধি পেয়েছে।
তাঁর দেয়া তথ্য মোতাবেক উপজেলা ভিত্তিক সমিতি, সদস্য সংখ্যা, সদস্যদের সঞ্চয় এবং সরকারের দেয়া অর্থের পরিমাণ হচ্ছে নওগাঁ সদর উপজেলায় ১৫১টি সমিতির মোট ৫ হাজার ৫শ ৭ জন সদস্যের সঞ্চিত অর্থ ১ কোটি ৭৩ লক্ষ ৪১ হাজার টাকা এবং সরকারের দেয় অর্থ ৫ কোটি ২৯ লক্ষ টাকাসহ সর্বমোট পুঁজির পরিমাণ ৭ কোটি ১২ লক্ষ ১৭ হাজার টাকা।
মহাদেবপুর উপজেলায় ১৭৫টি সমিতির মোট ৯ হাজার ৫শ ৭৭ জন সদস্যের সঞ্চিত অর্থ ২ কোটি ৮৯ লক্ষ ৭০ হাজার টাকা এবং সরকারের দেয় অর্থ ৬ কোটি ৩৭ লক্ষ ৭৮ হাজার টাকাসহ সর্বমোট পুঁজির পরিমাণ ৯ কোটি ৩৭ লক্ষ ৩২ হাজার টাকা।
বদলগাছি উপজেলায় ১৫৬টি সমিতির মোট ৪ হাজার ৬শ ৩৬ জন সদস্যের সঞ্চিত অর্থ ১ কোটি ৪০ লক্ষ ৭৮ হাজার টাকা এবং সরকারের দেয় অর্থ ৪ কোটি ১০ লক্ষ ১২ হাজার টাকাসহ সর্বমোট পুঁজির পরিমাণ ৫ কোটি ৫৮ লক্ষ ৩ হাজার টাকা।
পতœীতলা উপজেলায় ১৫৭টি সমিতির মোট ৬ হাজার ৬শ ৯৩ জন সদস্যের সঞ্চিত অর্থ ২ কোটি ২২ লক্ষ ৯৪ হজার টাকা এবং সরকারের দেয় অর্থ ৫ কোটি ২০ লক্ষ ৮৮ হাজার টাকাসহ সর্বমোট পুঁজির পরিমান ৭ কোটি ৫৫ লক্ষ ৪৫ হাজার টাকা,।
ধামইরহাট উপজেলায় ১৩৯টি সমিতির ৫ হাজার ৬শ ৭৩ জন সদস্যের সঞ্চিত অর্থ ২ কোটি ১২ লক্ষ টাকা এবং সরকারের দেয় অর্থ ৪ কোটি ৮০ লক্ষ ২৪ হাজার টাকাসহ সর্বমোট পুঁজির পরিমাণ ৭ কোটি ২ লক্ষ ৫৬ হাজার টাকা।
নিয়ামতপুর উপজেলায় ১৪১টি সমিতির ৬ হাজার ৫শ ১৫ জন সদস্যেরে সঞ্চিত অর্থ ১ কোটি ৮৯ লক।ষ ১৯ হাজার টাকা এবং সরকারের দেয় ৪ কোটি ৭৭ লক্ষ ৪৫ হাজার টাকাসহ সর্বমোট পুঁজির পরিমাণ ৬ কোটি ৭৩ লক্ষ ৭৬ হাজার টাকা।
মান্দা উপজেলায় ২৫৮টি সমিতির ১১ হাজার ২শ ৯৮ জন সদস্যের সঞ্চিত অর্থ ৩ কোটি ৭২ লক্ষ ৯২ হাজার টাকা এবং সরকারের দেয় ৮ কোটি ৪৬ লক্ষ ৪৩ হাজার টাকাসহ সর্বমোট পুঁজির পরিমাণ ১২ কোটি ৩২ লক্ষ ৭৪ হাজার টাকা।
আত্রাই উপজেলায় ১৩৬টি সমিতির ৪ হাজার ৭শ ৭ জন সদস্যের সঞ্চিত অর্থ ১ কোটি ৫৭ লক্ষ ১৪ হাজার টাকা এবং সরকারের দেয় ৪ কোটি ৩৫ লক্ষ ৫৩ হাজার টাকাসহ মোট পুঁজির পরিমাণ ৬ কোটি ২১ হাজার টাকা।
রানীনগর উপজেলায় ১৩৮টি সমিতির ৪ হাজার ১শ ৬৮ জন সদস্যের সঞ্চিত অর্থ ১ কোটি ২৪ লক্ষ ৫৫ হাজার টাকা এবং সরকারের দেয় ৩ কোটি ৪৩ লক্ষ ৯০ হাজার টাকাসহ সর্বমোট পুঁজির পরিমাণ ৪ কোটি ৭৫ লক্ষ ৭৬ হাজার টাকা।
পোরশা উপজেলায় ৯৯টি সমিতির ৪ হাজার ১শ ৩৭ জন সদস্যের সঞ্চিত অর্থ ১ কোটি ৪৫ লক্ষ ৩৭ হাজার টাকা এবং সরকারের দেয় ৩ কোটি ৫৫ লক্ষ ১৮ হাজার টাকাসহ সর্বমোট পুঁজির পরিমাণ ৫ কোটি ৬ লক্ষ ৮ হাজার টাকা।
সাপাহার উপজেলায় ৯৯টি সমিতির ৪ হাজার ৭শ ৬৪ জন সদস্যের সঞ্চিত অর্থ ১ কোটি ৮৩ লক্ষ ২৭ হাজার টাকা এবং সরকারে দেয় ৩ কোটি ৮৪ লক্ষ ৬২ হাজার টাকাসহ সর্বমোট পুঁজির পরিমাণ ৫ কোটি ৭৪ লক্ষ ২৫ হাজার টাকা।
নওগাঁ’র জেলা প্রশাসক মোঃ হারুন-অর-রশীদ এ প্রকল্প সম্পর্কে বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ ১০টি উদ্যোগের মধ্যে আমার বাড়ি আমার খামার প্রকল্প অত্যন্ত সময়োপযোগী এবং তাৎপর্যপূর্ন একটি উদ্যোগ। এই প্রকল্পের মাধ্যমে নওগাঁ জেলায় প্রায় ৭০ হাজার পরিবারের অর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ন ভুমিকা রাখছে। এই প্রকল্পের মাধ্যমে দেশ থেকে দারিদ্রতা দুরীভুত হয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ আমাদের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে।