ডেমরায় রাজউকের ভ্রাম্যমান আদালতের উচ্ছেদ অভিযান

রাজধানীর মাতুয়াইল ও ডেমরা এলাকায় ভ্রাম্যমাণ আদালত মাধ্যমে উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। আবাসিক প্লটে অবৈধভাবে বাণিজ্যিক ব্যবহার ও নকশা বহির্ভূত স্থাপনা অপসারণে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার ও অথরাইজড অফিসার (অঞ্চল-৬) মাকিদ এহসান। অভিযানে সার্বিক বিষয়ে দিক নির্দেশান দেন পরিচালক (উন্নয়ন ও নিয়ন্ত্রক-১) মোবারক হোসেন।

অভিযানে বিভিন্ন ভবন মালিক ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের অবৈধ অংশ উচ্ছেদ এবং ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। আজ বুধবার ( ৪ মার্চ ২০২০) সকাল ১১টায় অভিযান শুরু হয়ে চলে বিকেল ৫টা পর্যন্ত।

অভিযানে ইমারত বিধিমালা বিষয়ে আইনি সহযোগীতা করেন, সহকারী অথোরাইজড অফিসার মো. মাসুক আহম্মেদ, প্রধান ইমারত পরিদর্শক- জয়নাল আবেদিন পিন্টু, শাহনাজ খানম, নিপেন চন্দ্র সিদ্ধা, মিজানুর রহমান, আব্দুল্লাহ আল মামুন ও আব্দুর রহিম, এলাকার ইমারত পরিদর্শক শিপু মন্ডলস, নির্মল মালো, শরিফুল ইসলাম, বাসুদেব ভট্টাচার্য ও তামান্না নিশু প্রমুখ।